এখনও ছন্দে পাওয়া যাচ্ছে না রজার ফেডেরারকে
উইম্বলডন শুরু হতে আর বেশি দিন নেই। কিন্তু তার আগে পছন্দের ঘাসের কোর্টে নিজের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রজার ফেডেরারের। হল ওপেনে জার্মানির অ্যালেকজ্যান্ডার জ্বেরেভের কাছে হেরে অঘটনের শিকার হলেন আটবারের চ্যাম্পিয়ন। সেমিফাইনালে উনিশ বছরের অ্যালেকজ্যান্ডারের কাছে তিন সেটের লড়াইয়ে হেরে যান ফেডেরার। গত সপ্তাহে স্টুটগার্ট ওপেনেও ডমিনিক থিয়েমের কাছে হারতে হয়েছিল তৃতীয় বাছাই এই সুইস কিংবদন্তিকে।
ওয়েব ডেস্ক: উইম্বলডন শুরু হতে আর বেশি দিন নেই। কিন্তু তার আগে পছন্দের ঘাসের কোর্টে নিজের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রজার ফেডেরারের। হল ওপেনে জার্মানির অ্যালেকজ্যান্ডার জ্বেরেভের কাছে হেরে অঘটনের শিকার হলেন আটবারের চ্যাম্পিয়ন। সেমিফাইনালে উনিশ বছরের অ্যালেকজ্যান্ডারের কাছে তিন সেটের লড়াইয়ে হেরে যান ফেডেরার। গত সপ্তাহে স্টুটগার্ট ওপেনেও ডমিনিক থিয়েমের কাছে হারতে হয়েছিল তৃতীয় বাছাই এই সুইস কিংবদন্তিকে।
সদ্য পিঠের চোট সারিয়ে টেনিস কোর্টে ফিরেছেন ফেডেরার। তাই এখনও তাঁকে ছন্দে পাওয়া যাচ্ছে না বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে উইম্বলডনের আগে ফর্মে না ফিরলে এবারও মেগা টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হতে পারে ফেডেরারকে। দুহাজার বারো সালে শেষবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন এই সুইস তারকা।