শাস্তি কমতে চলেছে এফ সি গোয়ার, কিন্তু জিকোর কী হবে!

ওয়েব ডেস্ক: শাস্তি কমতে চলেছে এফ সি গোয়ার। মনে করা হচ্ছে অন্যান্য দলগুলোর মত তৃতীয় আইএসএলে শূন্য পয়েন্ট থেকে শুরু করবে তারা। এই ইঙ্গিত পাওয়ার পরই দলগোছানোর কাজ শুরু করে দিল গতবারের ফাইনালিস্টরা। গত দুবারের কোচ কিংবদন্তি ব্রাজিলীয় কোচ জিকোকে ফিরিয়ে আনাই প্রথম টার্গেট গোয়ার। আইএসএলের প্রথম দুই মরসুমে গোয়ায় দায়িত্বে ছিলেন সাদা পেলে বলে পরিচিত জিকো। কিন্তু গত মরসুমের ফাইনালে ঝামেলার পর জিকোর ভারতে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু জিকোকে ফেরাতে মরিয়া এফ সি গোয়া কর্তারা।

আরও পড়ুন রূপকথার রাজা রোনাল্ডোর গল্প যেভাবে বুড়ো বয়সে নাতিদের কাছে করবেন

শোনা যাচ্ছে জিকোর এজেন্টের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে। কোচ চূড়ান্ত করার পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলারের নামও শর্টলিস্ট করা হয়েছে। এদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের নতুন কোচ হলেন পর্তুগিজ কোচ নেলো ভিনগাদা। দীর্ঘ কোচিং কেরিয়ারে কার্লোস কুইরোজের মত বিখ্যাত কোচের সহকারি হিসাবে কাজ করেছিলেন বর্ষীয়ান এই কোচ।

আরও পড়ুন  জানেন অলিম্পিকের প্রতীকে রিংগুলোর রঙ কেন ওই পাঁচটা হয়?

English Title: 
fc goa
News Source: 
Home Title: 

শাস্তি কমতে চলেছে এফ সি গোয়ার, কিন্তু জিকোর কী হবে!

 শাস্তি কমতে চলেছে এফ সি গোয়ার, কিন্তু জিকোর কী হবে!
Yes
Is Blog?: 
No
Section: