ফেসবুক থেকে উধাও শামির স্ত্রী, চক্রান্তের অভিযোগ শামির

ফেসবুকে শামি লেখেন, 'আমার ব্যক্তিগত জীবন নিয়ে ‌যে সমস্ত খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন। আমার বিরুদ্ধে বড় চক্রান্ত হচ্ছে। আমাকে বদনাম করার ও আমার খেলা খারাপ করার চেষ্টা হচ্ছে।'

Updated By: Mar 7, 2018, 12:39 PM IST
ফেসবুক থেকে উধাও শামির স্ত্রী, চক্রান্তের অভিযোগ শামির

ওয়েব ডেস্ক: পরকীয়া নিয়ে বিবাদ শুরু হতেই ফেসবুক থেকে গায়েব হয়ে গেল মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহাঁর অ্যাকাউন্ট।

মঙ্গলবার ফেসবুকে একাধিক পোস্টে মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার অভি‌যোগ তুলেছিলেন তাঁর স্ত্রী। এরপর বুধবার সকাল সাড়ে ১১টার কিছু পরে হঠাৎই ফেসবুক থেকে গায়েব হয়ে ‌যায় তাঁর সেই অ্যাকাউন্ট। এর মধ্যে ফেসবুকেই নাম না করে ‌যাবতীয় অভি‌যোগকে চক্রান্ত বলে দাবি করেছেন জাতীয় দলের এই পেসার।

মঙ্গলবার একের পর এক পোস্টে মহম্মদ শামির বিরুদ্ধে পরকীয়ার অভি‌যোগ তোলেন স্ত্রী হাসিন। একের পর এক স্ত্রিনশট পোস্ট করে তিনি দাবি করেন, একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে মহম্মদ শামির। একাধিক মহিলার ছবিও পোস্ট করেন তিনি। গোটা ঘটনায় শোরগোল ওঠে। বর্তমানে দেওধর ট্রফির ম্যাচ খেলতে ধর্মশালায় রয়েছেন শামি।

সেখান থেকেই ফেসবুকে শামি লেখেন, 'আমার ব্যক্তিগত জীবন নিয়ে ‌যে সমস্ত খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন। আমার বিরুদ্ধে বড় চক্রান্ত হচ্ছে। আমাকে বদনাম করার ও আমার খেলা খারাপ করার চেষ্টা হচ্ছে।'

.