তিন ঘণ্টার অনশনে কীর্তি আজাদ
রবিবার আইপিএল বন্ধের দাবিতে অনশনে বসছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। দুপুর সারে ১২টায় দিল্লির ফিরোজ শা কোটলা স্টেডিয়ামের বাইরে ধর্নায় বসে সাড়ে ৩টেয় অনশন তুলে নেন তিনি।
রবিবার আইপিএল বন্ধের দাবিতে অনশনে বসছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। দুপুর সারে ১২টায় দিল্লির ফিরোজ শা কোটলা স্টেডিয়ামের বাইরে ধর্নায় বসে সাড়ে ৩টেয় অনশন তুলে নেন তিনি।
একের পর এক বিতর্কে জর্জরিত হয়ে পড়ায় আইপিএল বন্ধের দাবি তোলেন তিনি। স্পট ফিক্সিং থেকে মহিলার শ্লীলতাহানি, কালো টাকার লেনদেন থেকে মাঠে ক্লাব কর্তার সঙ্গে কর্তৃপক্ষ বিরোধ বিভিন্ন ঘটনায় এবারের আইপিএল খবরের শীর্ষে। আজাদের দাবি এতকিছু সত্ত্বেও সরকারের কোনও হেলদোল নেই। তিনি বলেন ভারতীয় ক্রিকেটের আখেরে ক্ষতিই করছে আইপিএল। কারন তরুণ ক্রিকেটারদের মধ্যে এই টুর্নামেন্টে খেলার প্রবণতা বাড়ছে। অথচ জাতীয় দলের হয়ে খেলার কোন আগ্রহই তাঁদের নেই।