ওল্ডট্রাফোর্ডে ফের নতুন করে ফার্গি টাইম

ফুটবল ম্যাচের পঁচাশি মিনিট থেকে নব্বই মিনিট। ফার্গুসন জমানায় এই সময়টায় বহুবার গোল করে ম্যাচ জিতেছে রেড ডেভিলস। মজা করে তাই ম্যান ইউ খেললেই শেষ পাঁচ মিনিটকে ফার্গি টাইম বলা হত। শনিবার রাত থেকে এই সময়টাকে হোসে টাইম বলা যেতেই পারে। ম্যাচে বিরানব্বই মিনিটে মার্কোস র‍্যাশফোর্ডের করা গোলে হাল সিটিকে হারাল ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড।

Updated By: Aug 28, 2016, 10:27 PM IST
ওল্ডট্রাফোর্ডে ফের নতুন করে ফার্গি টাইম

ওয়েব ডেস্ক: ফুটবল ম্যাচের পঁচাশি মিনিট থেকে নব্বই মিনিট। ফার্গুসন জমানায় এই সময়টায় বহুবার গোল করে ম্যাচ জিতেছে রেড ডেভিলস। মজা করে তাই ম্যান ইউ খেললেই শেষ পাঁচ মিনিটকে ফার্গি টাইম বলা হত। শনিবার রাত থেকে এই সময়টাকে হোসে টাইম বলা যেতেই পারে। ম্যাচে বিরানব্বই মিনিটে মার্কোস র‍্যাশফোর্ডের করা গোলে হাল সিটিকে হারাল ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড।

আরও পড়ুন নিজে চোখে তো আপনি দেখেনই, কিন্তু ঠিক দেখবেন কীভাবে, জানুন

অ্যাওয়ে ম্যাচে ইনজুরি টাইমের গোলে নাটকীয় জয় ছিনিয়ে নিল রেড ডেভিলস। রুনির মাপা পাস থেকে গোল করে ম্যান ইউকে জেতালেন র‍্যাশফোর্ড। ম্যাচ জেতার আনন্দে রিজার্ভ বেঞ্চে উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না মোরিনহো।

আরও পড়ুন তারাদের গাড়ি

.