সেমিফাইনাল অসম্ভব! ঠাট্টা-ইয়ার্কিতে পাকিস্তানের কাটা ঘায়ে নুন ছেটালেন সমর্থকরা
বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তা হলে পাকিস্তানের আর কোনও সুযোগ নেই।
নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের এক সাংবাদিক রাস্তা দেখাচ্ছিলেন। ঠিক কোন রাস্তা দিয়ে গেলে পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছতে পারে। সে রাস্তা শুধু দুর্গম বললে কম বলা হবে। বলা যেতে পারে, সেরকম কোনও রাস্তাই আসলে নেই। তবুও মরুভূমিতে মরীচিকার মতো একটা ব্যাপার দেখতে পাচ্ছেন পাকিস্তানের সমর্থকরা। পাকিস্তানের সেই জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক শেষ চারের অঙ্ক নিয়ে লিখলেন, ''সেমিফাইনালের জন্য পাকিস্তানকে এখন যা করতে হবে- পাকিস্তান ৩৫০ রান করলে বাংলাদেশকে ৩৮ রানে অল-আউট করে দিতে হবে। পাকিস্তান ৪০০ রান করলে বাংলাদেশকে ৮৪ রানে অল-আউট করতে হবে। আর বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তা হলে পাকিস্তানের আর কোনও সুযোগ নেই।''
আরও পড়ুন- ৫৪২ রান, ১১ উইকেট! বিশ্বকাপের শোক কাটিয়ে উঠতে পারছেন না বাংলাদেশের সাকিব
সেই পাক সাংবাদিকের এমন টুইটের জবাবে এক পাকিস্তানি সমর্থক লিখলেন, ''একটাই রাস্তা এখন খোলা রয়েছে। বাংলাদেশ নিজে থেকে যদি পাকিস্তানকে ব্যাটিং দেয়! তারপর পাকিস্তানকে তারা ৪৫০-এর বেশি রান করতে দেয়। এর পর বাংলাদেশ নিজে থেকেই ডিক্লেয়ার করে দেয়!'' আরেক সমর্থক মজা করে লিখলেন, প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে দেবে বাংলাদেশ। তার পর গোটা বাংলাদেশ দলকে বাথরুমে আটকে রাখবে সরফরাজরা। একমাত্র এভাবেই পাকিস্তানের বিশ্বকাপ সেমিফাইনালে খেলা সম্ভব। ইতিমধ্যে সেমিফাইনালের চারটি দল নিশ্চিত হয়েছে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড খেলবে সেমিতে।
আরও পড়ুন- হেরেও সেমিতে নিশ্চিত কিউয়িরা, কী রকম 'দৈবযোগ' হলে পাকিস্তানের দরজা খুলবে?
Pakistan need to do same thing but tree must be inside stadium and there will be no extra balls ..#PAKvBAN pic.twitter.com/0TrEDmk4rd
— Anmol (@twettrust) July 4, 2019
So this is what Pakistan need to do to qualify for the semi-finals:
If Pakistan make 350, they need to bowl Bangladesh out for 38
If Pakistan score 400, they need to bowl Bangladesh out for 84
If Bangladesh bat first, there is no chance of Pakistan qualifying#PAKvBAN— Saj Sadiq (@Saj_PakPassion) July 3, 2019
After doing all the calculations to see the best possible scenario under which Pakistan can qualify for the Semis is that we should win the toss, score 350 plus, then lock the Bangladesh team in the toilet during the lunch break.#CricketWorldCup2019#CWcup2019
— AAlam (@AlamUnjum) July 3, 2019
Only 1 possibility to reach into the semi final..
Bangladesh sacrifice
Give batting to Pakistan.
450 plus score &
Bangladesh out on 100.
It will not happen.
Crazy cricket.
Braithwaite missed 6
Big loss from kali aandhi
Give 2 points to ausis— Raja Ghufran Rehman (@ghufrancc) July 3, 2019
ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচে হেরেছে নিউ জিল্যান্ড। তাতেই পাকিস্তানের সেমিতে খেলার সব সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। নয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে নিউ জিল্যান্ড। এদিকে পাকিস্তানের এখনও এক ম্যাচ খেলা বাকি। তারা এখন নয় পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে। পাকিস্তান শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও তাদের সেমিতে খেলার কোনো সম্ভাবনা নেই। কারণ, রান রেটের দিক থেকে অনেক এগিয়ে নিউ জিল্যান্ড।