Shahid Afridi, Virat Kohli: ওয়াঘার ওপার থেকে কোহলির সমর্থন! আফ্রিদির উত্তর যেন খাঁটি সোনা

২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে কোহলি শেষবার শতরান করেছিলেন। দেখতে দেখতে তিন বছর হয়ে গেল বিরাটের ব্যাটে তিন অঙ্কের রান নেই। টেস্ট ও একদিনের ম্যাচেও নিস্প্রভ দেখিয়েছে তাঁকে।

Updated By: Aug 22, 2022, 05:08 PM IST
Shahid Afridi, Virat Kohli: ওয়াঘার ওপার থেকে কোহলির সমর্থন! আফ্রিদির উত্তর যেন খাঁটি সোনা
আফ্রিদি বড়ল কথা বলে দিলেন কোহলিকে নিয়ে

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ও তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) বড় কথা বলে দিলেন বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। সম্প্রতি পাকিস্তানের 'লালা' ফ্যানদের সঙ্গে ট্যুইটারে প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন। হুজাইফা বাট নামের এক ফ্যান আফ্রিদিকে ট্যুইটারে প্রশ্ন করেছিলেন, 'বিরাট কোহলি হাজার দিনের ওপর সেঞ্চুরি পাননি। এই ব্যাপারে আপনার কী মত? আফ্রিদি তাঁকে লেখেন, 'বড়ে প্লেয়ার্স কা মুশকিল ওয়াকত মে হি পতা চলতা হ্যায়।' অর্থাৎ বাংলার যার তর্জমা করলে দাঁড়ায়, 'কঠিন সময়েই বড় প্লেয়ারদের দেখা যায়।' অতীতে আফ্রিদি খেলেছেন বিরাটের সঙ্গে। একে অপরের প্রতি শ্রদ্ধা অন্য জায়গায়। ২০১৭ সালে আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর কোহলি ভারতীয় দলের সই করা জার্সি আফ্রিদিকে উপহার দিয়েছিলেন। সেই জার্সি আফ্রিদির ফাউন্ডেশনের জন্য পরে নিলামে উঠেছিল। 

২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে কোহলি শেষবার শতরান করেছিলেন। দেখতে দেখতে তিন বছর হয়ে গেল বিরাটের ব্যাটে তিন অঙ্কের রান নেই। টেস্ট ও একদিনের ম্যাচেও নিস্প্রভ দেখিয়েছে তাঁকে। এমনকী চলতি বছর আইপিএলেও কোহলি ছিলেন রানের থেকে অনেক দূরে। কোহলির ফর্ম ও স্ট্রাইক রেট তাঁর নামের সুবিচার করছে না। বলা যায় 'কিং কোহলি'-র মতো নয়। আগামী ২৮ অগস্ট ফের কোহলিকে দেখা যাবে দেশের জার্সিতে। দীর্ঘদিনের বিরতির পর ফের জাতীয় দলে ফিরছেন বিরাট। ২৮ অগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সেই মেগা ম্যাচে কোহলির দিকে থাকবে আলাদা নজর।

আরও পড়ুন: Virat Kohli, Asia Cup 2022 : 'কিং কোহলি' কিন্তু ভয়ঙ্কর! বাবর আজমদের সাবধান করলেন পাক স্পিনার

একদিনের ফরম্যাটের পাশাপাশি টি-টোয়েন্টিতেও পাক বোলারদের বিরুদ্ধে 'বিরাট রাজ' দেখেছে বাইশ গজ। ৭ ম্যাচে তিনি করেছেন ৩১১ রান। সর্বোচ্চ অপরাজিত ৬১ বলে অপরাজিত ৭৮ রান। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিপক্ষের বোলারদের বধ করেছিলেন তিনি। গড় ছিল ৭৭.৭৫। অর্ধ শতরান ৩টি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের কাছে ভারত ১০ উইকেটে হারলেও, বিরাটের ব্যাটে কিন্তু রান এসেছিল। ৪৯ বলে ৫৭ রান করেছিলেন তিনি। তাই বিরাটকে সমীহ করতেই হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.