Rohit Sharma | ODI World Cup 2027: '৪০ বছরে বিশ্বকাপ খেলবে! রোহিত মূর্ছা যাবে', চরম কটাক্ষ বিশ্বজয়ী ভারতীয় তারকার

Rohit Sharma On Playing ODI World Cup 2027: ২০২৭ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার খেলা অসম্ভব! সাফ জানিয়ে দিলেন প্রাক্তন নির্বাচক প্রধান।  

Updated By: Jul 25, 2024, 02:57 PM IST
Rohit Sharma | ODI World Cup 2027: '৪০ বছরে বিশ্বকাপ খেলবে! রোহিত মূর্ছা যাবে', চরম কটাক্ষ বিশ্বজয়ী ভারতীয় তারকার
রোহিত শর্মার ইস্য়ুতে গৌতম গম্ভীরকে কটাক্ষ শ্রীকান্তের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের দুই মহীরুহ বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে (Virat Kohli And Rohit Sharma's Future) কী ভাবছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)? জাতীয় দলের কোচ হিসেবে, শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে গৌতম গম্ভীরকে ( Gautam Gambhir) সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন শুনতে হয়েছিল। যার উত্তরে গম্ভীর বলেছিলেন যে, বিরাট-রোহিত চাইলে ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2027) পর্যন্ত খেলতে পারবেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth) যা শুনে রোহিত এবং গম্ভীরকেই চরম কটাক্ষ করলেন।

জাতীয় দলের প্রাক্তন নির্বাচক প্রধানের পদে ছিলেন শ্রীকান্ত। তিনি তাঁর ইউটিউব চ্য়ানেলে বলেন, 'রোহিত ভালো প্লেয়ার। তবে ওর বয়স এখন ৩৭ বছর। তিন বছর বাদে পরের ওডিআই বিশ্বকাপ। তখন ওর বয়স হবে ৪০ বছর। ওই বয়সে কেউ বিশ্বকাপ খেলে না। আমার মতে বিরাট কোহলি নিশ্চিত ভাবে খেলতে পারবে। তবে রোহিত পারবে না। ৪০ বছরে বিশ্বকাপ খেললে ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে অজ্ঞান হয়ে যাবে। মিস্টার গম্ভীর একটু বেশিই ভেবে ফেলেছে।'

আরও পড়ুন: 'সবচেয়ে বড় সার্কাস', ৯০ মিনিটের খেলা চলল ৪ ঘণ্টা ধরে! মরক্কোর জয়ে ফুঁসছেন মেসি

গম্ভীর শর্ত সাপেক্ষেই লাইফলাইন দিয়েছেন 'রোকো' জুটিকে। জিজি এদিন বলেন, 'দেখুন, আমার মনে হয়, তারা বড় মঞ্চে কী ডেলিভারি করতে পারে তা দেখিয়ে দিয়েছে, সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের বিশ্বকাপ। একটা জিনিস আমি খুব স্পষ্ট করে বলতে পারি যে, এই দু'জনের মধ্য়েই অনেক ক্রিকেট বাকি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যেটা আগামী বছর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব। এর পাশাপাশি এই নভেম্বরে অস্ট্রেলিয়ায় বড় সফর রয়েছে আমাদের। ওরা যার জন্য় অবশ্যই ভীষণ মোটিভেটেড। যদি তারা তাদের ফিটনেস বজায় রাখতে পারে তাহলে ২০২৭ বিশ্বকাপও রয়েছে।'

গম্ভীর যদিও পুরো বিষয়টাই বিরাট-রোহিতের উপরেই ছেড়ে দিচ্ছেন। তাঁর সংযোজন, 'ওদের  মধ্যে কতটা ক্রিকেট বাকি আছে সেটা আমি বলতে পারব না। শেষ পর্যন্ত এটা ওদের উপর নির্ভর করবে। এটা খেলোয়াড়দের উপরেই নির্ভর করে। এটা খুবই ব্য়ক্তিগত সিদ্ধান্ত। দলের সাফল্যে তারা কতটুকু অবদান রাখতে পারবে, সেটাও দেখতে হবে। কারণ শেষে দলই গুরুত্বপূর্ণ। আবারও বলব, বিরাট এবং রোহিত কী দিতে পারে তা দেখে, আমার মনে হয় ওদের এখনও অনেক ক্রিকেট বাকি আছে। এখনও দু'জনেই বিশ্বমানের খেলোয়াড়। যে কোনও দলই চাইবে যতটা সম্ভব দুজনকে রেখে দিতে।'

সম্প্রতি রোহিত ডালাসে গিয়েছিলেন। এক ইভেন্টে তাঁর কাছে আগামীর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রোহিত বলেন, 'দেখুন আমি খুব বেশিদূর ভাবতে চাই না। স্পষ্ট ভাবে বলছি, আমাকে আরও কিছুটা সময়ে খেলতে দেখবেন।' এখন দেখার রোহিত কতদিন খেলা চালিয়ে যান!

আরও পড়ুন: কাঁটা দিয়ে কাঁটা তোলার নীলনকশা জয়সূর্যর, ভারত 'বধ'-এর ছক কষেছেন এক ভারতীয়ই!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.