ইউরো ঘিরে কার্নিভাল

শুধু খেলার খেলা নয়, ফুটবল আসলে এক কার্নিভ্যাল। বিশ্বজুড়ে ৯০ মিনিটের লড়াইকে ঘিরে এখন সমর্থকদের মধ্যে দেখা যায় উত্সবের চেহারা। ভারতীয় ফুটবলে যা এখনও অদেখা-অচেনা। ইউরোকে ঘিরে এখন মাতোয়ারা মস্কো।

Updated By: Jun 9, 2012, 10:36 PM IST

শুধু খেলার খেলা নয়, ফুটবল আসলে এক কার্নিভ্যাল। বিশ্বজুড়ে ৯০ মিনিটের লড়াইকে ঘিরে এখন সমর্থকদের মধ্যে দেখা যায় উত্সবের চেহারা। ভারতীয় ফুটবলে যা এখনও অদেখা-অচেনা। ইউরোকে ঘিরে এখন মাতোয়ারা মস্কো। মস্কোর গোর্কি পার্কে একেবারে সাজোসাজো রব। বিশাল জায়ান্ট স্ক্রিনে ইউরো ম্যাচ দেখার ব্যবস্থা। ফুটবল উত্সবে উপস্থিত হাজার হাজার মানুষ। আর তাঁদের বিনোদনের জন্য কি নেই! দশ মিটার জায়ান্ট স্ক্রিনের সামনে কৃত্রিম ফুটবল মাঠ। সঙ্গে ফুটবল টেবিল।খোলা আকাশের তলায় ক্যাফেটেরিয়া। তার সঙ্গে বিয়ার পাব তো রয়েইছে। আর বিনোদনের পাশাপাশি রাশিয়া ফুটবলের বিপনী। আর্শাভিনদের জার্সি কিনে বিয়ারে চুমুক দিতে দিতে গোর্কি পার্কে ফুটবল লড়াই উপভোগ করতে ব্যস্ত এখন রুশ ফুটবল পাগলরা।

Tags:
.