ইপিএল চ্যাম্পিয়ন চেলসি

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইপিএল চ্যাম্পিয়ন হল চেলসি। এই নিয়ে চতুর্থবারের জন্য ইপিএল খেতাব ঘরে তুলল চেলসি। কোচ হিসাবে ৩ বার ইপিএল খেতাব জিতলেন হোসে মোরিনহো।

Updated By: May 3, 2015, 11:59 PM IST
ইপিএল চ্যাম্পিয়ন চেলসি

ওয়েব ডেস্ক: ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইপিএল চ্যাম্পিয়ন হল চেলসি। এই নিয়ে চতুর্থবারের জন্য ইপিএল খেতাব ঘরে তুলল চেলসি। কোচ হিসাবে ৩ বার ইপিএল খেতাব জিতলেন হোসে মোরিনহো।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল চেলসি। সুপার সানডেতে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে খেতাব নিশ্চিত করে ফেলে ব্লুজরা। খেলার প্রথমার্ধে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন ইডেন হ্যাজার্ড। পেনাল্টি থেকে গোল করেন বেলজিয়ান উইঙ্গার। এই নিয়ে চতুর্থবারের জন্য ইপিএল খেতাব ঘরে তুলল চেলসি। ৫ বছর পর ইংল্যান্ড ফুটবলের সেরা হলেন জন টেরি, দিদিয়ের দ্রোগবা-রা। কোচ হিসাবে আরও একবার বাজিমাত করলেন হোসে মোরিনহো। কোচ হিসাবে ৩ বার ইপিএল খেতাব জিতলেন পর্তুগিজ কোচ।

.