England Women vs India Women: Sneh Rana র ব্যাটে হারা টেস্ট ড্র করল ভারত

ভারতের ত্রাতা হয়ে ব্যাট হাতে ম্যাজিক দেখালেন স্নেহা-তানিয়া।  

Updated By: Jun 20, 2021, 12:59 AM IST
England Women vs India Women: Sneh Rana র ব্যাটে হারা টেস্ট ড্র করল ভারত

ইংল্যান্ড মহিলা ৩৬৯/৯ ডিক্লেয়ার
ভারত মহিলা (১২১ ওভার) (ফলো অন) ২৩১ ও ৩৪৪/৮
ম্যাচের সেরা: শেফালি বর্মা

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলিরা (Virat Kohli) যেদিন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship final) শুরু করলেন সেদিনই মিতালি রাজরা শেষ করলেন। ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট ড্র করল ভারতের মহিলা দল। দীর্ঘ সাত বছর মিতালিরা টেস্ট ক্রিকেট খেললেন। ব্রিস্টলের মাটিতে হারতে বসা ম্যাচ ড্র করে চমকে দিল ভারত। সৌজন্যে স্নেহ রানা ও তানিয়া ভাটিয়া।

ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ড ক্যাপ্টেন হিথার নাইট টস জিতে মিতালিদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৯ উইকেটে হারিয়ে ৩৯৬ রান তুলেছিল। জবাবে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৩১ রানে। ইংল্যান্ড ভারত ফলো অন করায়। ভারত দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৪৪ রান করে চার দিনের ম্যাচে দুর্দান্ত ভাবে ফিরে এসে ড্র করে। ১ উইকেটে ৮৩ রান নিয়ে শনিবার শেষ তথা চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। শেফালি বর্মা ও দীপ্তি শর্মা উইকেটে ছিলেন। ভারতের হার বাঁচাতে তখনও প্রয়োজন ছিল ৮২ রান। এই অবস্থায় আগের দিনের রানের থেকে আর মাত্র ৮ রান যোগ করেই ফিরে যান শেফালি। ৬৩ রানে তাঁর উইকেট তুলে নেন সোফি একলেস্টোন। এরপর দীপ্তির হাত শক্ত করতে আসেন পুনন রাউত। তাঁদের জুটিতে ৭২ রান যোগ হয়ে স্কোরবোর্ডে। দীপ্তি ফিরতেই ভারতের ৫ উইকেট চলে যায় মাত্র ২৮ রানের মধ্যে। হরমনপ্রীত কৌর ও মিতালি রাজের ব্যাটের দিকে তাকিয়ে ছিল ভারত। কিন্তু তাঁরা প্রথম ইনিংসের মতোই ফের ব্যর্থ হন। 

আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: দু'টি ভিন্ন রেকর্ডে Gavaskar ও Sachin কে স্পর্শ করলেন Virat Kohli

মিতালি ও হরমনপ্রীত ভারতের দুই ব্যাটিং মহাতারকা। তাঁরা সাজঘরে ফিরতেই এই ম্যাচ হারার সম্ভাবনা আরও জোরাল হতে থাকে ভারতের। কিন্তু তখনই চমকে দেন আট নম্বরে নেমে স্নেহ রানা (১৫৪ বলে অপরাজিত ৮০) ও দশে ব্যাট করতে আসা তানিয়া ভাটিয়া (৮৮ বলে ৪৪)। নবম উইকেটে জুটি বেঁধে  ১০৪ রান যোগ করে তাঁরা। ভারতের ত্রাতা হয়ে ব্যাট হাতে ম্যাজিক দেখালেন স্নেহা-তানিয়া।

এরপর ভারত তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলবে। ব্রিস্টলের এই মাঠেই প্রথম ওয়ানডে ২৭ জুন। এরপর মিতালিরা দ্বিতীয় ওয়ানডে খেলবে ৩০ জুন। ভেন্যু টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস ক্রিকেট গ্রাউন্ড। ৩ জুলাই সিরিজের তৃতীয় ও ফাইনাল ওয়ানডে হবে ওর্সাস্টারের নিউ রোডে। মিতালির থেকে ক্যাপ্টেশিপের ব্যাটন এরপর চলে যাবে হরমনপ্রীত কৌরের হাতে। ৯ জুলাই ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ হবে নর্দ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচ ১১ জুলাই হোভের কাউন্টি গ্রাউন্ডে। সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ম্যাচ চেমসফোর্ডের কাউন্ডি গ্রাউন্ডে। এরপর মিতালি-হরমনপ্রীতরা দেশে ফিরে আসবেন। সেপ্টেম্বরে তারা উড়ে যাবে অস্ট্রেলিয়ায়। সেখানেও একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.