UEFA EURO 2020: ম্যাচ হেরেও ইতিহাসে Ronaldo, জার্মান কিংবদন্তি Klose র সঙ্গে এক আসনে তিনি
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের লিখলেন নয়া ইতিহাস।
নিজস্ব প্রতিবেদন: হাঙ্গেরিকে হেলায় উড়িয়ে ইউরো কাপের (UEFA EURO 2020) অভিযান শুরু করা পর্তুগাল দ্বিতীয় ম্যাচেই বড় হারের ধাক্কা হজম করল। শনিবার মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় জার্মানি ৪-২ গোলে হারিয়েছে পর্তুগালকে। ম্যাচ হারলেও পর্তুগিজ ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কিন্তু লিখে ফেললেন ইতিহাস।
এদিন ম্যাচের প্রথম গোলটা এসেছিল ফর্মে থাকা সিআর সেভেনের পা থেকেই। আর এই গোলের সুবাদেই রোনাল্ডো জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের (Miroslav Klose) সঙ্গে এক আসনে বসলেন। বিশ্বকাপ ও ইউরো কাপ মিলিয়ে ক্লোজে আর রোনাল্ডো ছাড়া ইউরোপের আর কোনও ফুটবলারের এতগুলি গোল নেই। দু'জনেরই গোল সংখ্যা ১৯।
আরও পড়ুন: UEFA Euro 2020, Portugal vs Hungary: কোন কোন রেকর্ড করলেন Cristiano Ronaldo? জানুন বিস্তারে
19 - Cristiano Ronaldo has scored his 19th goal at the World Cup and European Championships combined; no European player has ever scored more across the two competitions (level with Miroslav Klose). Incredible. #POR #EURO2020 pic.twitter.com/ANg448f2xz
(@OptaJoe) June 19, 2021
আর একটি গোল করলেই ক্লোজেকে টপকে যাবেন রোনাল্ডো। যা শুধু সময়ের অপেক্ষা। গত ম্যাচে জোড়া গোল করে মিশেল প্লাটিনিকে (৯) পিছনে ফিলে ইউরোর সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছিলেন রোনাল্ডো। এদিন ব্যবধান আরও বাড়ালেন। ইউরোতে রোনাল্ডোর এখন ডজন গোল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)