বোল্ডে শুরু.. বোল্ডেই ম্যাকগ্রাকে ছাপিয়ে রেকর্ড জিমির
১১ বছর পর সেই রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন।
নিজস্ব প্রতিবেদন : ওভাল টেস্টের চতুর্থ দিনের শেষ বেলায় শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিয়ে ম্যাকগ্রাকে স্পর্শ করেছিলেন জেমস অ্যান্ডারসন। মঙ্গলবার টেস্টের শেষ দিনে শামিকে বোল্ড করতেই ম্যাকগ্রাকে ছাপিয়ে গেলেন জিমি। টেস্ট ইতিহাসের সফলতম পেসার এখন জেমস অ্যান্ডারসন।
আরও পড়ুন - ইংল্যান্ডে ৪-১ ব্যবধানে সিরিজ হারকে সম্মানের বলছেন বিরাট!
What’s your message to @jimmy9?
Highlights: https://t.co/PRPlce3PrX#EngvInd #ThankYouChef pic.twitter.com/AlFW92usnA
— England Cricket (@englandcricket) September 11, 2018
২০০৩ সালে অভিষেক টেস্টে লর্ডসে জিম্বাবোয়ের মার্ক ভারমিউলেনকে বোল্ড করে শুরু হয়েছিল অ্যান্ডারসনের উইকেট শিকার অভিযান। সোমবার ওভাল টেস্টের চতুর্থ দিনের বিকেলে দুই উইকেট নিয়ে অ্যান্ডারসন স্পর্শ করেছিলেন ম্যাকগ্রার ৫৬৩টি উইকেট। মঙ্গলবার ওভালে মহম্মদ শামিকে বোল্ড করতেই রেকর্ড বুকে অ্যান্ডারসন। এক ইনকাটারে শামিকে বোল্ড করতেই উইকেট নম্বর ৫৬৪ চলে এল জিমির ঝুলিতে।
Test wicket #564! @jimmy9 #ENGvIND pic.twitter.com/MHFWSOUfdW
— ICC (@ICC) September 11, 2018
টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ। ৫১৯টি উইকেট নিয়ে ২০০১ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। পরে ওয়ালশকে ছাড়িয়ে যান ম্যাকগ্রা। এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ২০০৭ সালে কেরিয়ার শেষ করেন ৫৬৩ উইকেট নিয়ে। ১১ বছর পর সেই রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন।
Congratulations to @jimmy9 on passing @glennmcgrath11 to move to fourth in the all-time top wicket takers in Test list, with the most wickets by a pace bowler! #ENGvIND pic.twitter.com/P7iY3M4z3E
— ICC (@ICC) September 11, 2018
ম্যাকগ্রা অবশ্য ৫৬৩ উইকেট নিয়েছিলেন ১২৪টি টেস্ট খেলে। অ্যান্ডারসন ছাড়িয়ে গেলেন ১৪৩টি টেস্ট খেলে। টেস্ট উইকেট শিকারে এই তিন পেসারের ওপরে আছেন তিন স্পিনার। ১৩২ টেস্টে ৬১৯টি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। ১৪৫ টেস্ট খেলে শেন ওয়ার্ন নিয়েছেন ৭০৮টি উইকেট। আর ১৩৩টি টেস্টে ৮০০টি উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন।