World Cup 2023: ক্লাসেন ঝড়ে বেসামাল ইংল্য়ান্ড, চারশো রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

মাত্র ৬৭ বলেই  সেঞ্চুরি করলেন হেনরিখ ক্লাসেন।   

Updated By: Oct 21, 2023, 10:26 PM IST
World Cup 2023: ক্লাসেন ঝড়ে বেসামাল ইংল্য়ান্ড, চারশো রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিশ্বকাপে ক্লাসেন ঝড়ে। ইংল্য়ান্ডকে চারশো রানের লক্ষ্যমাত্রা দিল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করলেন হেনরিখ ক্লাসেন।

আরও পড়ুন:  Virat Kohli | IND vs BAN: বিরাট কোহলি 'স্বার্থপর' ? ঝড় উঠেছে বাইশ গজে, বিস্ফোরক প্রাক্তন তারকা

এদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্য়ান্ড অধিনায়ক। কিন্তু শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। মাত্র ৪ রানেই প্যাভিলিয়েনে ফেরেন ওপেনার কুইন্টন ডি’কক। এরপর ইনিংসের হাল ধরেন  রিজা হেন্ড্রিকস ও রাসি ভেন ডার ডুসেন। জুটি বেঁধে ১২১ রান তোলেন তাঁরা। 

পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন হেনরিখ ক্লাসেন। ইংরেজ বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ৬৭ বলে ১০৯ রান করে আউট হন  ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন প্রায় চারশোর কাছাকাছি। যোগ্য সঙ্গত দেন জ্যানসেনও। ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি।  ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন রিস টপলি। ২ টি করে উইকেট পেয়েছেন আদিল রশিদ ও গাস অ্যাটকিনসন।

আরও পড়ুন:  Virat Kohli | IND vs BAN: সেঞ্চুরি করে ক্ষমা চাইলেন বিরাট! খেলার শেষে কেন এমন বললেন তিনি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.