আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ইস্টবেঙ্গলে; ফুটবল সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভবনা
বিনিযোগকারী সংস্থা কোয়েসের বিরুদ্ধে ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরেই। তা কার্যত চরম পর্যায়ে এসে পৌঁছেছে।
নিজস্ব প্রতিবেদন : গোয়ায় চার্চিলের কাছে হারের রেশ। আজ সন্ধ্যাতেই ক্লাবে নিজেদের মধ্যে জরুরি বৈঠকে বসতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। শোনা যাচ্ছে সভাপতি প্রণব দাশগুপ্তই এই বৈঠক ডেকেছেন। ফুটবল সংক্রান্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে।
বিনিযোগকারী সংস্থা কোয়েসের বিরুদ্ধে ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরেই। তা কার্যত চরম পর্যায়ে এসে পৌঁছেছে। বিদেশি নিয়েও ক্ষোভ রয়েছে ক্লাব কর্তাদের মধ্যে। আই লিগ শুরুর আগেই বিদেশি পরিবর্তনের কথা বলেছিলেন ক্লাব কর্তারা। কিন্তু তা কানে তোলেননি বিনিযোগকারী সংস্থা। সেকেন্ড উইন্ডো খুলে গেলেও নতুন বিদেশি নেওয়ার ব্যাপারে এখনও কোনও ততপরতা নেই।
মরশুমের শুরু থেকেই দল নির্বাচনে বিস্তর গলদ। এই অবস্থায় সোমবার সন্ধ্যেতেই জরুরি বৈঠকে বসতে চলেছেন লাল-হলুদ কর্তারা। সোমবার সন্ধ্যের বৈঠকের দিকে তাকিয়ে আছেন লাল-হলুদ সমর্থকরাও।
আরও পড়ুন - গুয়াহাটিতে পিচ শুকোতে হেয়ার ড্রায়ার! নেটদুনিয়ায় সমালোচনার ঝড়