আজ শহর এল ক্লাসিকো-র
শনিবার মরসুমের প্রথম এল ক্লাসিকো। উইকএন্ডে সবার নজর মেগাম্যাচের দিকে। কিন্তু বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের চেয়েও বেশি এই ম্যাচকে দেখা হচ্ছে মেসি-রোনাল্ডো দ্বৈরথ হিসাবে। কারণ এই দুই ফুটবলারই ইতিহাস গড়ার মুখে। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ মেসির সামনে। এমনিতেও এলক্লাসিকোতে সর্বোচ্চ একুশটি গোল রয়েছে তাঁর।
কলকাতা: শনিবার মরসুমের প্রথম এল ক্লাসিকো। উইকএন্ডে সবার নজর মেগাম্যাচের দিকে। কিন্তু বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের চেয়েও বেশি এই ম্যাচকে দেখা হচ্ছে মেসি-রোনাল্ডো দ্বৈরথ হিসাবে। কারণ এই দুই ফুটবলারই ইতিহাস গড়ার মুখে। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ মেসির সামনে। এমনিতেও এলক্লাসিকোতে সর্বোচ্চ একুশটি গোল রয়েছে তাঁর।
অন্যদিকে এমরসুমে দুরন্ত ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন পর্যন্ত পনেরোটি গোল করা হয়ে গেছে তাঁর। মেসির রয়েছে সাতটি গোল। সব মিলিয়ে টানটান উত্তেজনা ম্যাচের আগে সতর্ক দুই শিবিরই।