ম্যাচ সেরার পুরস্কার অস্বীকার মিশরের গোলকিপারের, কারণ এটাই
ইসলাম ধর্ম মদ্যপানের বিরোধিতা করে তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মিশরের গোলকিপার।
Updated By: Jun 19, 2018, 01:57 PM IST
নিজস্ব প্রতিবেদন: মহম্মদ সালাহ নন। এবার শিরোনামে মিশরের গোলকিপার মহম্মদ এল শেনাইয়ি। ম্যাচের সেরা হওয়ার পুরস্কার প্রত্যাখাত করলেন সালাহের দেশের গোলকিপার।
রাশিয়ায় গোলবাজি- বিশ্বকাপে না খেলেই দল থেকে বাদ পড়লেন এই ফুটবলার
উরুগুয়ের ম্যাচে গোলের নীচে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। কিন্তু ম্যাচ শেষে সেই পুরস্কার নিতে অস্বীকার করেন তিনি। কেননা ফিফা বিশ্বকাপে ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার দেয় একটি বিশ্বখ্যাত মদ প্রস্তুতকারী সংস্থা। যেহতু ইসলাম ধর্ম মদ্যপানের বিরোধিতা করে তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মিশরের গোলকিপার।
রাশিয়ায় গোলবাজি- লুকাকুর জোড়া গোলে পানামাকে সহজেই হারাল বেলজিয়াম