ইডেনে আসছে না গ্রাউন্ড কভার

ইডেনে আসছে না নতুন গ্রাউন্ড কভার। সিএবি সভাপতি জাগমোহন ডালমিয়ার নতুন কভার পছন্দ না হওয়ায় এখনই আসছে না এই কভার। তবে ভবিষ্যতে আধুনিক মানের গ্রাউন্ড কভার আনার আশ্বাস দিয়েছেন ডালমিয়া। ইডেনের জন্য নতুন গ্রাউন্ড কভার আপাতত আসছে না।

Updated By: Apr 12, 2012, 11:06 PM IST

ইডেনে আসছে না নতুন গ্রাউন্ড কভার। সিএবি সভাপতি জাগমোহন ডালমিয়ার নতুন কভার পছন্দ না হওয়ায় এখনই আসছে না এই কভার। তবে ভবিষ্যতে আধুনিক মানের গ্রাউন্ড কভার আনার আশ্বাস দিয়েছেন ডালমিয়া। ইডেনের জন্য নতুন গ্রাউন্ড কভার আপাতত আসছে না।
অস্ট্রেলিয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির কভার নিয়ে প্রথমে উত্‍সাহ দেখালেও পরে সিএবি কর্তারা তা বাতিল করে দিলেন। বুধবার সিএবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গ্রাউন্ড কভার প্রস্তুতকারী সংস্থা তাদের ডেমো দেখাতে এসেছিল। কিন্তু সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া এই গ্রাউন্ড কভার দেখে খুশি হননি। জগমোহন ডালমিয়া এদিন  ২ সচিব, কোষাধ্যক্ষ, সহসচিব, সহসভাপতি ও গ্রাউন্ডস কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। 
বৈঠক শেষে সিএবি-র যুগ্মসচিব বিশ্বরূপ দে জানান, রাগবি মাঠ ঢাকার ক্ষেত্রে এই কভার কার্যকরী হলেও ক্রিকেট মাঠ ঢাকা যাবে না।
  

.