আইলিগ শীর্ষে ইস্টবেঙ্গল

ঘরের মাঠে হ্যালকে ২-০ গোলে হারিয়ে আইলিগের শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন সৌমিক দে ও পেন। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে পাওয়া যায় ইস্টবেঙ্গলকে। এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৬ ম্যাচে ৩৩।

Updated By: Jan 21, 2012, 09:08 PM IST

ঘরের মাঠে হ্যালকে ২-০ গোলে হারিয়ে আইলিগের শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন সৌমিক দে ও পেন। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে পাওয়া যায় ইস্টবেঙ্গলকে। এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৬ ম্যাচে ৩৩।
হ্যালকে হারিয়ে আবার আইলিগের শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে হ্যালকে ২-০ গোলে হারায় মরগ্যানের দল। গোলদাতা সৌমিক দে ও পেন। আইলিগের প্রথম লেগে হ্যালকে ৮-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ঘরের মাঠে লিগের সবচেয়ে নিচে থাকা হ্যালের বিরুদ্ধে প্রথমার্ধে বেশ নড়বড়ে ছিলেন টোলগে-মেহতাবরা। প্রথমার্ধে পেন-মেহতাব জুটি ক্লিক না করায় চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। আটজন মিলে হ্যাল ডিফেন্স করায় সমস্যায় পড়ছিল মরগ্যানের স্ট্র্যাটেজি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরী করেছিল হ্যালও। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ইস্টবেঙ্গলকে পাওয়া গেল একদম অন্য ছন্দে। মাঝ মাঠে দুরন্ত বল কন্ট্রোল থেকে শুরু করে জমাট রক্ষণ-বদলে দেয় ইস্টবেঙ্গলের শরীরী ভাষাটাই। পঁয়ষট্টি মিনিটে সৌমিক দে-র গোলের পরই ক্রমশ খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে ইস্টবেঙ্গল। ছিয়াত্তর মিনিটে টোলগেকে তুলে দ্বিতীয় ম্যাচে আবার পনেরো মিনিটের জন্য নামানো হয় এডমিলসনকে। ব্রাজিলীয় এডমিলসনের দুরন্ত পাস থেকে গোল করতে ভুল করেননি পেন। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল।

.