ইস্টবেঙ্গলের বাজেট বাড়াচ্ছে না ইউবি গ্রুপ

চলতি মরসুমে কিংফিশার ইস্টবেঙ্গলের বাজেট বাড়াচ্ছে না প্রধান স্পনসর ইউবি গ্রুপ। বিশ্ববাজারে আর্থিক মন্দা ও প্রধান স্পনসরের ব্যবসায়ীক অবস্থা ভাল না হওয়াতেই সম্ভবত এই সিদ্ধান্ত বলে ক্লাব সূত্রে খবর।

Updated By: May 8, 2012, 10:31 PM IST

চলতি মরসুমে কিংফিশার ইস্টবেঙ্গলের বাজেট বাড়াচ্ছে না প্রধান স্পনসর ইউবি গ্রুপ। বিশ্ববাজারে আর্থিক মন্দা ও প্রধান স্পনসরের ব্যবসায়ীক অবস্থা ভাল না হওয়াতেই সম্ভবত এই সিদ্ধান্ত বলে ক্লাব সূত্রে খবর।
চলতি মরসমে এখনও পর্যন্ত আইএফএ শিল্ড ও সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। আসল দুটো ট্রফি অর্থাত্‍ ফেডারেশন কাপ ও আইলিগ দুটোতেই রানার্স হয়েছে লাল-হলুদ। পুরস্কার মূল্য থেকে এক কোটি টাকার মত পেয়েছে ক্লাব। অন্যান্য স্পনসরদের থেকেও আশানুরূপ টাকা পায়নি ইস্টবেঙ্গল।
তাই এবার সম্ভবত ১৩ কোটি টাকাই বাজেট হতে চলেছে লাল-হলুদের। ইস্টবেঙ্গলের স্ট্রাইকারদের পারফরম্যান্সেও খুশি নয় প্রধান স্পনসর। তাদের স্পষ্ট বক্তব্য, রন্টি বা ওডাফারা যেমন যেমন খেলেছেন, সেইভাবে খেলতে পারেননি টোলগে বা রবিনরা। অন্যদিকে চলতি মরসুমে পেমেন্ট বাড়ছে সৌমিক দে-র।

.