এএফসি কাপের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের

এএফসি কাপের প্রথম ম্যাচেই হেরে গেল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে আল আরুবার কাছে ০-১ গোলে হারল মরগ্যানের দল।
ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মূহুর্তে নাইজেরীয় স্ট্রাইকার আলাওয়ের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় আল আরুবা। দ্বিতীয়ার্ধে ফ্রিকিক থেকে এডমিলসনের শট আরুবা গোলরক্ষক  গোলের ভেতর থেকে ধরেছেন বলে দাবি করলেও মানেননি রেফারি। এরপরও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরী করেছিল ইস্টবেঙ্গল। তবে আল আরুবার গোলরক্ষক খালেকের দুরন্ত পারফরম্যান্সের কাছে হার মানে রবিনদের যাবতীয় কারিকুরি।

English Title: 
east bengal lost in the 1st game of afc
Home Title: 

এএফসি কাপের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের

No
3758
Is Blog?: 
No
Section: