হেরে গেল ইস্টবেঙ্গল
আই লিগ অভিযানেই পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সের কাছে ১-০ গোলে হেরে যায় মরগ্যানের দল। ইস্টবেঙ্গলের মাঝমাঠকে কার্যত ভোতা করে দিয়ে বাজিমাত করেছেন চার্চিলের কোচ। খেলার প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে চার্চিলের হয়ে জয়সুচক গোলটি করেন এনডি ওপারা। এরপর স্ট্র্যাটিজি বদল করেন মরগ্যান।
আই লিগ অভিযানেই পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সের কাছে ১-০ গোলে হেরে যায় মরগ্যানের দল। ইস্টবেঙ্গলের মাঝমাঠকে কার্যত ভোতা
করে দিয়ে বাজিমাত করেছেন চার্চিলের কোচ। খেলার প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে চার্চিলের হয়ে জয়সুচক গোলটি করেন এনডি ওপারা।
এরপর স্ট্র্যাটিজি বদল করেন মরগ্যান। যার সুবাদে চার্চিলের গোলে বেশ কয়েক বার হানা দেন টোলগে, রবিন সিংরা। ইস্টবেঙ্গলের দাবি রেফারি তাঁদের দুটি ন্যয্যো গোল
বাতিল করেছেন। টোলগের হেডের গোলটি অফসাইডের জন্য বাতিল করেন রেফারি। দ্বিতীয়বার টোলগের দুরন্ত শট গোলকিপার আটকালেও বল নিয়ে গোলরক্ষক
গোললাইন অতিক্রম করলেও গোল দেননি রেফারি। দ্বিতীয়ার্ধে রবিন সিংয়ের একটি দুরন্ত শট গোলপোস্টে লেগে ফিরে আসে। সব মিলিয়ে চার্চিলের উপর চাপ সৃষ্টি করেও
শেষ রক্ষা করতে পারল না ইস্টবেঙ্গল।