চলে গেলেন ইস্টবেঙ্গলের শেষ পাণ্ডব, আহমেদ খান

Updated By: Aug 27, 2017, 11:15 PM IST
 চলে গেলেন ইস্টবেঙ্গলের শেষ পাণ্ডব, আহমেদ খান

ওয়েব ডেস্ক : চলে গেলেন ইস্টবেঙ্গলের শেষ পাণ্ডব। প্রয়াত অলিম্পিয়ান আহমেদ খান। দুদুটো অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের সদস্য তথা লালহলুদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার রবিবার দুপুরে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।মৃত্যকালে আহমেদ খানের বয়স হয়েছিল একানব্বই বছর। ১৯৪৮  ও ১৯৫২সালের অলিম্পিকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আহমেদ। কিংবদন্তী এই ফুটবলারকে  ইস্টবেঙ্গলের ঘরের ছেলে বলা হতো। ১৯৪৯ থেকে ৫৯ পর্যন্ত লালহলুদে মশাল জ্বালিয়েছিলেন আহমেদ। ইস্টবেঙ্গল ক্লাব দুহাজার বারো সালে তাকে ভারত গৌরব সম্মান দিয়েছিল।

আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজও জিতল ভারত

লালহলুদে তখন রাজত্ব করছেন পঞ্চ পাণ্ডব। সালে,আপ্পারাও,ভেঙ্কটেশ,ধনরাজ ও আহমেদ খানকে ইস্টবেঙ্গলের পঞ্চপাণ্ডব বলা হত। পঞ্চাশের দশকে তখন লালহলুদের স্বর্ণযুগ। সালে,আপ্পারাও,ভেঙ্কটেশ,ধনরাজ আগেই প্রয়াত হয়েছেন। একমাত্র জীবিত পাণ্ডব ছিলেন আহমেদ। রবিবারের পর তিনিও অতীত হয়ে গেলেন। লালহলুদে শেষ পাণ্ডব অধ্যয়ের।

আরও পড়ুন  হার্দিক পাণ্ডিয়াকে পিছনে বসিয়ে অটো চালালেন শিখর ধাওয়ান!

.