East Bengal: শুধু ফুটবল রাইটস-ই ইমামির হাতে তুলে দিচ্ছে ইস্টবেঙ্গল

অতীত থেকে শিক্ষা নিয়েই ইস্টবেঙ্গল নিয়ে ফেলল বড় পদক্ষেপ। পুরো স্পোর্টিং রাইটসের পরিবর্তে শুধু ফুটবল রাইটস-ই ইমামির হাতে তুলে দিচ্ছে ইস্টবেঙ্গল। জি ২৪ ঘণ্টাকে জানিয়ে দিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

Updated By: Jun 2, 2022, 05:56 PM IST
East Bengal: শুধু ফুটবল রাইটস-ই ইমামির হাতে তুলে দিচ্ছে ইস্টবেঙ্গল
বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গল ক্লাবের

নিজস্ব প্রতিবেদন: গত ২৫ মে অবশেষে ইস্টবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর জট কেটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দৌত্যে ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে লাল-হলুদ। আসন্ন আইএসএল-এ (ISL) লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইমামির হাত ধরে মাঠে নামছে খেলতে। তবে এবার অতীত থেকে শিক্ষা নিয়েই ইস্টবেঙ্গল নিয়ে ফেলল বড় পদক্ষেপ। পুরো স্পোর্টিং রাইটসের পরিবর্তে শুধু ফুটবল রাইটস-ই ইমামির হাতে তুলে দিচ্ছে ইস্টবেঙ্গল। এই কথা জি ২৪ ঘণ্টাকে জানিয়ে দিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তবে কার কত পার্টনারশিপ থাকবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন নীতু সরকার।

ইমামি কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই প্রথম দফায় বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। সেই বৈঠকের প্রসঙ্গে নীতু বলেন, "বৈঠক নিয়ে বিশেষ কিছু বলার নেই। পরিচয়পর্ব সারলাম আমরা। আলাপ আলোচনা হয়েছে। কীভাবে ভবিষ্যতে এগিয়ে যাব সেই নিয়ে দু-এক কথা হয়েছে আমাদের মধ্য়ে। আগামী সপ্তাহে আবার বৈঠকে বসব আমরা। অতীত ভুলে ফুল ফোটাতে চাইছি আগামী মরশুমে। ফুটবল সত্ত্বই থাকছে ইমামির হাতে। তবে পার্সেন্টেজ নিয়ে এখনও কোনও কথা হয়নি আমাদের।"  তবে আগামী মরশুমের কে ইস্টবেঙ্গলের কোচ হবেন বা রয় কৃষ্ণর ইস্টবেঙ্গল আসার সম্ভাবনা নিয়েও কিছু বলতে চাননি নীতু। 

আরও পডুন: Ukraine Vs Scotland: ম্যাচ জিতল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, হৃদয়ে রাজ করল স্কটল্যান্ড

আরও পড়ুন: MS Dhoni: 'কাঁদবে না'! ফ্যানের চোখের জল মুছিয়ে হাসি ফোটালেন ধোনি-Watch

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.