বাঙালির হাত ধরেই 'বাংলা' জয়ের স্বপ্নে লাল-হলুদ
সেপ্টেম্বরে বিশ্বজিত ভট্টাচার্যের কোচিংয়ে টানা ছয়বার ঘরোয়া লিগ জেতার নজির গড়েছিল ইস্টবেঙ্গল। দেড় মাসের মধ্যেই বাঙালি কোচের হাত ধরে বিদেশে মাটিতে ইতিহাসের সামনে লাল-হলুদ। শুক্রবার চট্টগ্রাম আবহনীকে হারাতে পারলেই বিদেশের মাটিতে আরও একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্থানীয় এই দলটাকে হারিয়েই অভিযান শুরু করেছিলেন র্যান্টিরা। তবে শুক্রবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন বিশ্বজিত ভট্টাচার্যরা।
ব্যুরো: সেপ্টেম্বরে বিশ্বজিত ভট্টাচার্যের কোচিংয়ে টানা ছয়বার ঘরোয়া লিগ জেতার নজির গড়েছিল ইস্টবেঙ্গল। দেড় মাসের মধ্যেই বাঙালি কোচের হাত ধরে বিদেশে মাটিতে ইতিহাসের সামনে লাল-হলুদ। শুক্রবার চট্টগ্রাম আবহনীকে হারাতে পারলেই বিদেশের মাটিতে আরও একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্থানীয় এই দলটাকে হারিয়েই অভিযান শুরু করেছিলেন র্যান্টিরা। তবে শুক্রবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই মনে করছেন বিশ্বজিত ভট্টাচার্যরা।
গোটা টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল। গোলের মধ্যে রয়েছেন তারকা স্ট্রাইকার র্যান্টি মার্টিন্স। নজর কাড়ছে ওরোক ওরোকের খেলাও। দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিট ডো ডং। সব মিলিয়ে ফাইনালে মাঠে নামার আগে বেশ ভাল জায়গায় টিম ইস্টবেঙ্গল। তবে এতটুকু আত্মতুষ্ট না হয়ে ইতিহাস গড়েই কলকাতায় ফিরতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।