উত্তপ্ত পাহাড়, লিগ চ্যাম্পিয়ন হতে মরণ-বাঁচন ডার্বিতে ঝাঁপাবে দু'পক্ষই

চতুর্থীর সন্ধেয় ঘরোয়া লিগের মেগা ডার্বি। সুপার সানডেতে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখোমুখি চিরপ্রতিন্দন্দ্বী মোহনবাগান আর ইস্টবেঙ্গল। এই মুহুর্তে শিলিগুড়িতে বেশ গরম। তবে পাহাড়ের গেটওয়েতে সেই গরমকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ডার্বির উত্তাপ।

আরও পড়ুন- ইস্ট - মোহন ডার্বির আগে তেতে উঠেছে শিলিগুড়ি

শিলিগুড়িতে রবিবারের এই ম্যাচ নিয়ে পঞ্চবার ডার্বি হতে চলেছে। পরিসংখ্যান বলছে দুই দলেই ব্যালেন্স জায়গায় রয়েছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একটি করে জিতেছে। আর বাকি দুটি ড্র হয়েছে। সেই নিরিখে আজকের ডার্বি ভীষণ গুরুত্বপূর্ণ। যেই জিতবে অন্ততত পাহাড় দখলে এগিয়ে থাকবে তারা।

আরও পড়ুন- লিগ কাপে এগোচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটি

অন্যদিকে ড্র করলেই টানা আটবার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। সবুজ-মেরুনকে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে জিততেই হবে। তাই আমনা-প্লাজা, না ক্রোমা-কামো, রবিবার ডার্বিতে কে বাজিমাত করে, সেদিকে চোখ থাকবে আপামর বাঙালির।

English Title: 
East Bengal has advantage but Mohun Bagan should win today's derby
News Source: 
Home Title: 

উত্তপ্ত পাহাড়, লিগ চ্যাম্পিয়ন হতে মরণ-বাঁচন ডার্বিতে ঝাঁপাবে দু'পক্ষই

উত্তপ্ত পাহাড়, লিগ চ্যাম্পিয়ন হতে মরণ-বাঁচন ডার্বিতে ঝাঁপাবে দু'পক্ষই
Yes
Is Blog?: 
No
Section: