বৃষ্টি আরও বাড়লে বারাসতের টার্ফই ভরসা ইস্টবেঙ্গলের
Updated By: Aug 4, 2017, 10:00 AM IST
ব্যুরো: ঘরোয়া লিগের কয়েকটা ম্যাচ বারাসত স্টেডিয়ামে খেলার দরজা খোলা রাখছে ইস্টবেঙ্গল। টানা বৃষ্টির ফলে লালহলুদ মাঠের অবস্থা ভাল নয়। মশাল বাহিনীতে এবার ভিনরাজ্যের একাধিক ফুটবলার। ভারি মাঠে চুলোভা, ব্রেন্ডনদের পক্ষে মানিয়ে নেওয়াও বেশ চ্যালেঞ্জিং হচ্ছে। তারওপর ফ্লাডলাইট বসানোর কাজও অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। তাই বৃষ্টি আরও বাড়লে লিগের শেষ কয়েকটা ম্যাচ বারাসতের টার্ফে খেলতে পারে লালহলুদ। সেই লক্ষ্যে সামনের সপ্তাহে কয়েকদিন বারাসতে অনুশীলন করতে পারে খালিদের দল।
এদিকে ভারতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন ইস্টবেঙ্গলের চার ফুটবলার। এগারোই অগাস্ট থেকে শিবির হবে চেন্নাইতে। খালিদ অবশ্য কর্তাদের জানিয়ে দিয়েছেন সুযোগ পাওয়া ফুটবলারদের জাতীয় দলের জন্য ছেড়ে দিতে। যার ফলে অর্ণব, রফিক, সালাম রঞ্জনদের লিগের বেশিরভাগ ম্যাচেই পাবে না লালহলুদ।