কাল ইস্টবেঙ্গলের আন্তর্জাতিক পরীক্ষা

বুধবার মরসুমের চতুর্থ টুর্নামেন্টে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এএফসি কাপে দেশের প্রতিনিধিত্ব করবে তারা। লাল-হলুদ কোচ বলছেন,আগামী আটাত্তর দিনে কুড়িটা ম্যাচ খেলতে হবে তাদের। ফলে ফুটবলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। তা সত্বেও দেশের সম্মান রাখতে মরিয়া তারা। বুধবার যুবভারতীতে মালয়েশিয়ার সেলাঙ্গুরের মুখোমুখি হবে মরগ্যানের দল। মালয়েশিয়ার দলটির ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকলেও, বর্তমান দলটা সম্পর্কে সেভাবে ধারণা নেই। তাই বুধবার খেলার কিছুটা সময় প্রতিপক্ষকে মেপে নিয়েই পরবর্তী স্ট্র্যাটেজি তৈরি করতে চান লাল-হলুদ কোচ।  

Updated By: Feb 26, 2013, 09:43 PM IST

বুধবার মরসুমের চতুর্থ টুর্নামেন্টে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এএফসি কাপে দেশের প্রতিনিধিত্ব করবে তারা। লাল-হলুদ কোচ বলছেন,আগামী আটাত্তর দিনে কুড়িটা ম্যাচ খেলতে হবে তাদের। ফলে ফুটবলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। তা সত্বেও দেশের সম্মান রাখতে মরিয়া তারা। বুধবার যুবভারতীতে মালয়েশিয়ার সেলাঙ্গুরের মুখোমুখি হবে মরগ্যানের দল। মালয়েশিয়ার দলটির ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকলেও,বর্তমান দলটা সম্পর্কে সেভাবে ধারণা নেই। তাই বুধবার খেলার কিছুটা সময় প্রতিপক্ষকে মেপে নিয়েই পরবর্তী স্ট্র্যাটেজি তৈরি করতে চান লাল-হলুদ কোচ।
 
এএফসি কাপে চার বিদেশিকেই প্রথম একাদশে খেলাতে পারবেন মরগ্যান। বুধবার তাই আক্রমণভাগে মরসুমে প্রথমবারের জন্য দেখা যেতে পারে চিড্ডি-বোরিসিচ জুটিকে।
বুধবার এএফসি কাপের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তার আগের দিনই ইস্টবেঙ্গল কোচ মরগ্যান পরিষ্কার জানিয়ে দিলেন, তাদের পক্ষে এএফসি কাপ জেতা অসম্ভব। তাই নক আউটে যেতে পারাটাই তাঁর কাছে বিরাট ব্যাপার ।
গত বছর ঘরের ম্যাচগুলোয় পয়েন্ট নষ্ট করেছিল ইস্টবেঙ্গল। এবার সেই ভুল আর করতে চায় না তারা। মরগ্যান বলছেন, ঘরের তিনটে ম্যাচ জিততে পারলে, পরের রাউন্ডে যাওয়ার একটা সুযোগ থাকবে তাদের সামনে।

.