এরিয়ান গাঁট এবারও ছাড়ল না, পেনাল্টি নষ্ট করে ড্র ইস্টবেঙ্গলের

Updated By: Aug 11, 2015, 07:58 PM IST

ইস্টবেঙ্গল (০) এরিয়ান (০)

ওয়েব ডেস্ক: মরসুমের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল। প্রতিবেশী ক্লাব এরিয়ানের সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল বিশ্বজিত ভট্টাচার্যের দল। পেনাল্টি নষ্ট করে ভিলেন হয়ে গেলেন লাল-হলুদের তারকা স্ট্রাইকার র‍্যান্টি মার্টিন্স। আগের ম্যাচের দলে একটাই পরিবর্তন করেছিলেন লাল-হলুদ কোচ। মঙ্গলবার শুরু থেকে খেলেন বিকাশ জাইরু। প্রথমার্ধে সেভাবে দানা বাঁধেনি ইস্টবেঙ্গলের আক্রমন।

উল্টে লাল-হলুদ গোলকিপার লুই ব্যারেটো বেশ কয়েকটা দুরন্ত সেভ না করলে পিছিয়েও পড়তে পারত লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে যা কিছু করার করেন কোরিয়ান মিডফিল্ডার ডো ডংই। দ্বিতীয়ার্ধে গোলের সহজ সুযোগ নষ্ট করেন জীতেন মুর্মু। আগের ম্যাচের মতই গোলের জন্য মরিয়া লাল-হলুদ কোচ মাঠে নামিয়ে দেন র‍্যান্টি আর লোবোকে। কিন্তু কিছুতেই ডেডলক খুলতে পারছিলেন না তারা।

খেলার একেবারে শেষ লগ্নে গোলের সহজতম সুযোগ নষ্ট করে লাল-হলুদ। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন র‍্যান্টি। প্রথম ম্যাচে মোহনবাগান পয়েন্ট নষ্ট করায় যে অ্যাডভান্টেড পেয়েছিল ললা-হলুদ। সেটা নিজেরাই নষ্ট করল।

.