ক্রিকেটেও ডার্বি ঘিরে বিতর্কে ইস্টবেঙ্গল-মোহনবাগান

ঘরোয়া ক্রিকেটে মরসুমের প্রথম ডার্বি শুরুর দিনেই বিতর্ক। এই বিতর্কের জেরে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গল সিএবি লিগের সেমিফাইনাল ম্যাচ বন্ধ থাকে সাত মিনিট। বিতর্কের সূত্রপাত ইস্টবেঙ্গলের অর্ণব নন্দীর রান আউটকে কেন্দ্র করে। ইস্টবেঙ্গলের অভিযোগ প্রথমে আউট না দিলেও বেশ খানিকক্ষণ পরে আউট দেন আম্পায়ার। অর্ণব নন্দীরও দাবি তিনি আউট ছিলেন না।

Updated By: May 20, 2017, 10:29 PM IST
ক্রিকেটেও ডার্বি ঘিরে বিতর্কে ইস্টবেঙ্গল-মোহনবাগান
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে মরসুমের প্রথম ডার্বি শুরুর দিনেই বিতর্ক। এই বিতর্কের জেরে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গল সিএবি লিগের সেমিফাইনাল ম্যাচ বন্ধ থাকে সাত মিনিট। বিতর্কের সূত্রপাত ইস্টবেঙ্গলের অর্ণব নন্দীর রান আউটকে কেন্দ্র করে। ইস্টবেঙ্গলের অভিযোগ প্রথমে আউট না দিলেও বেশ খানিকক্ষণ পরে আউট দেন আম্পায়ার। অর্ণব নন্দীরও দাবি তিনি আউট ছিলেন না।

আরও পড়ুন- ফের নতুন কীর্তি সচিন তেন্ডুলকরের

যার ছোঁড়া বলে অর্ণব আউট হন সেই ঋদ্ধিমান সাহা অবশ্য মনে করছেন আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। ইস্টবেঙ্গল আম্পায়ারের বিরুদ্ধে সিএবিতে অভিযোগ জানাতে পারে। ম্যাচের প্রথম দিনের শেষে ইস্টবেঙ্গল করেছে ছয় উইকেটে ২২৪ রান।

.