১৫ বার কোপা আমেরিকা জেতার হাতছানি, মেসির লক্ষ্য শাপমোচন

কোপা আমেরিকার হাইভোল্টেজ ফাইনালে শনিবার চিলির বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। দুদশকেরও বেশি সময় হয়ে গেল ট্রফি আসেনি আর্জেন্টিনায়। খুব কাছে এসেও বিশ্বকাপ হাতছাড়া করতে হয়েছিল। তাই এবার কোপা জিততে ব্যর্থতার তকমা মুছে ফেলতে মরিয়া মেসিরা।

Updated By: Jul 4, 2015, 07:48 PM IST
১৫ বার কোপা আমেরিকা জেতার হাতছানি, মেসির লক্ষ্য শাপমোচন

ব্যুরো: কোপা আমেরিকার হাইভোল্টেজ ফাইনালে শনিবার চিলির বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। দুদশকেরও বেশি সময় হয়ে গেল ট্রফি আসেনি আর্জেন্টিনায়। খুব কাছে এসেও বিশ্বকাপ হাতছাড়া করতে হয়েছিল। তাই এবার কোপা জিততে ব্যর্থতার তকমা মুছে ফেলতে মরিয়া মেসিরা।

পনেরোবার চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়ে। শনিবারের ফাইনালে চিলিকে হারাতে পারলেই উরুগুয়েকে ছুয়ে ফেলবে আর্জেন্টিনা। ফাইনালে নামার আগে অবশ্য এই তথ্যটা তাতাচ্ছে না মেসিদের প্রজন্মকে। বরং দুদশকেরও বেশি সময় ধরে চলতে থাকা আন্তর্জাতিক ফুটবলে ট্রফি খরা কাটাতে মরিয়া তারা। ক্লাব ফুটবলে যতোই সাফল্য পান মেসিরা, চিলিকে হারাতে না পারলে সেই ব্যর্থতা বাড়বে। তাই কোপা জিতে টানা ব্যর্থতার ধারা মুছতে চান মেসিরা, আগুয়েরোরা। ফাইনালে নামার আগে মেসি বলেছেন বিশ্বকাপ জেতার খুব কাছে এসেও দ্বিতীয় হিসেবে শেষ করতে হয়েছিল তাদেরকে। লাতিন সেরা হয়ে সেই আক্ষেপ মেটাতে চান মেসি অ্যান্ড কম্পানি। কোপা জিততে না পারলে এই আক্ষেপ তাদের প্রজন্মের কাছে সারা জীবন থেকে যাবে বলে জানিয়েছেন আগুয়েরো। প্যারাগুয়েকে সহজে হারিয়ে আত্মবিশ্বাসী মার্টিনো ব্রিগেড। সেমিফাইনালের উইনিং কম্বিনেশন ফাইনালে ধরে রাখছেন আর্জেন্টিনার কোচ। ফরওয়ার্ডে মেসির সঙ্গে শুরু করবেন আগুয়েরো, ডি মারিয়া। ফর্মে থাকলেও বেঞ্চে জায়গা হচ্ছে তেভেজ, হিগুয়াইনদের। 

.