দ্রুততম- ১২৩ বলে ডবল সেঞ্চুরি করে শাস্ত্রী-র বিশ্বরেকর্ড ছুঁলেন ডোনাল্ড

প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি। রবি শাস্ত্রীর বিশ্বরেকর্ডটা ছুঁয়ে ফেললেন গ্ল্যামারগানের অ্যানেউরিন ডোনাল্ড। মাত্র ১২৩ বলে ডবল সেঞ্চুরি করলেন ডোনাল্ড। ১৯৮৮ সালে রঞ্জি ট্রফিতে বোম্বের হয়ে বরোদার বিরুদ্ধে রবি শাস্ত্রী ১২৩ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচেই বরোদার বাঁ হাতি স্পিনার তিলক রাজকে ৬ বলে ৬টা ছক্কা মেরে নজির গড়েছিলেন রবি। রবি মেরেছিলেন ১১টা ওভার বাউন্ডারি। সে সময় সেটা ছিল আরও একটা নজির।

Updated By: Jul 18, 2016, 11:10 AM IST
দ্রুততম- ১২৩ বলে ডবল সেঞ্চুরি করে শাস্ত্রী-র বিশ্বরেকর্ড ছুঁলেন ডোনাল্ড

ওয়েব ডেস্ক: প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি। রবি শাস্ত্রীর বিশ্বরেকর্ডটা ছুঁয়ে ফেললেন গ্ল্যামারগানের অ্যানেউরিন ডোনাল্ড। মাত্র ১২৩ বলে ডবল সেঞ্চুরি করলেন ডোনাল্ড। ১৯৮৮ সালে রঞ্জি ট্রফিতে বোম্বের হয়ে বরোদার বিরুদ্ধে রবি শাস্ত্রী ১২৩ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচেই বরোদার বাঁ হাতি স্পিনার তিলক রাজকে ৬ বলে ৬টা ছক্কা মেরে নজির গড়েছিলেন রবি। রবি মেরেছিলেন ১১টা ওভার বাউন্ডারি। সে সময় সেটা ছিল আরও একটা নজির।

সেই রেকর্ডটা ছুঁয়ে ডোনাল্ড করলেন ২৩৪ রান, মাত্র ১৩৬ বলে। মারলেন ২৬টা বাউন্ডারি, ১৫টা ওভার বাউন্ডারি। এই রেকর্ডধারী ইনিংসে প্রথম শতরানটা ডোনাল্ড করেছিলেন মাত্র ৮০ বলে। আর পরের শতরানটা করতে নিয়েছিলেন মাত্র ৪৩ টা বল। তার মধ্যে ছিল ৮টা ওভার বাউন্ডারি, ৯টা বাউন্ডারি।

আরও পড়ুন-এই পাকিস্তানি ক্রিকেটারকে দেখতে একেবারে মেসির মতো!

রেকর্ড করার পর ডোনাল্ড বললেন, তিনি জানতেনই না এরকম একটা রেকর্ড তিনি গড়তে চলেছেন। 

প্রসঙ্গত, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ডটা নিউজিল্যান্ডের ন্যাথান অ্যাসলের। ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৫৩ বলে ডবল সেঞ্চুরি করেন অ্যাসলে। তবে টেস্টে কম সময়ে দ্বিশতরানের তালিকায় সবার আগে ডন ব্র্যাডম্যানের। ক্রিজে নামার পর মাত্র ২১৪ মিনিটে ডবল সেঞ্চুরি করেন ব্র্যাডম্যান।

.