রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেই শুভমানকে দলে নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচক প্রধান

রাহুল দ্রাবিড়ের গ্রিন সিগন্যাল পেতেই কেএল রাহুলের পরিবর্তে ভারতীয় দলে শুভমান গিলকে নেওয়া হয়েছে

Updated By: Jan 13, 2019, 11:10 PM IST
রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেই শুভমানকে দলে নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচক প্রধান

নিজস্ব প্রতিবেদন : আসন্ন নিউ জিল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পেয়েছেন শুভমান গিল। তরুণ ক্রিকেটারকে রিজার্ভ ওপেনার হিসেবেই কি দলে নিয়েছেন নির্বাচকরা। নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বিষয়টি স্পষ্ট করলেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করে জানতে পারি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি শুভমান গিল। রাহুল দ্রাবিড়ের গ্রিন সিগন্যাল পেতেই কেএল রাহুলের পরিবর্তে ভারতীয় দলে শুভমান গিলকে নেওয়া হয়েছে বলে জানালেন প্রসাদ।

আরও পড়ুন - জাতীয় দলে অভিষেকের জন্য নিউ জিল্যান্ডের চেয়ে ভালো জায়গা হতেই পারে না : শুভমান গিল

অনূর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটই হোক কিংবা ভারতীয়-এ দলের হয়ে খেলা। রাহুল দ্রাবিড়ের তত্বাবধানেই আন্তর্জাতিক ক্রিকেট স্তরে বেড়ে উঠেছেন তরুণ শুভমান গিল। আর তাই ভারতীয় দলে তরুণ শুভমান গিলকে নেওয়ার আগে রাহুল দ্রাবিড়ের পরামর্শ নেন নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। এই প্রসঙ্গে তিনি জানান, "আমরা রাহুলের(দ্রাবিড়) সঙ্গে আলোচনা করি। জানতে পারি, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি সে (শুভমান গিল)। সবচেয়ে বড় ব্যাপার হল এই দলের বেশিরভাগ ক্রিকেটার এ দলের সঙ্গে সফর করে চ্যালেঞ্জ নিতে তৈরি হযে গিয়েছে।" সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, "শুভমান ওপেনিং-এর পাশাপাশি মিডল-ওভারে সব জায়গাতেই খেলতে স্বচ্ছন্দ। নিউ জিল্যান্ড সফরে আমরা তাকে রিজার্ভ ওপেনার হিসেবেই রাখছি রোহিত শর্মা-শিখর ধাওয়ানের পাশে। ও বিশ্বকাপ দলে থাকবে থাকবে কি না সে নিয়ে আমি এখনই কোনও মন্তব্য করব না। তবে ভারতীয় এ দলের নিউ জিল্যান্ড সফরে ওপেনার হিসেবে দারুণ পারফর্ম করেছে শুভমান।" 

.