পেলের সঙ্গে বিরোধ, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব খারিজ মারাদোনার

ফের প্রকাশ্যে দিয়োগো মারাদোনা ও পেলের বিরোধ। যার জেরে এবার ফুটবল সম্রাটের সঙ্গে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব খারিজ করে দিলেন ফুটবলের রাজপুত্র। সামনের সপ্তাহে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। হাইভোল্টেজ সেই ম্যাচের জন্য পেলের পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে মারাদোনাকে চেয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। অতীতের দুই কিংবদন্তীকে পাশাপাশি বসাতে চেয়েছিলেন ব্রাজিল ফুটবলের কর্তারা। তবে সেই চেষ্টায় জল ঢাললেন মারাদোনা নিজেই। প্রকাশ্যে অবশ্য মারাদোনা বলেছেন আরবের দল আল-ফুয়াইরার কোচ থাকার ফলেই তিনি ধারাভাষ্য দিতে পারবেন না। আগামী ৯ জুন মেলবোর্নে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। 

Updated By: Jun 1, 2017, 11:06 AM IST
পেলের সঙ্গে বিরোধ,  ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব খারিজ মারাদোনার

ব্যুরো: ফের প্রকাশ্যে দিয়োগো মারাদোনা ও পেলের বিরোধ। যার জেরে এবার ফুটবল সম্রাটের সঙ্গে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব খারিজ করে দিলেন ফুটবলের রাজপুত্র। সামনের সপ্তাহে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। হাইভোল্টেজ সেই ম্যাচের জন্য পেলের পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে মারাদোনাকে চেয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। অতীতের দুই কিংবদন্তীকে পাশাপাশি বসাতে চেয়েছিলেন ব্রাজিল ফুটবলের কর্তারা। তবে সেই চেষ্টায় জল ঢাললেন মারাদোনা নিজেই। প্রকাশ্যে অবশ্য মারাদোনা বলেছেন আরবের দল আল-ফুয়াইরার কোচ থাকার ফলেই তিনি ধারাভাষ্য দিতে পারবেন না। আগামী ৯ জুন মেলবোর্নে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। 

.