ভারত-পাক সিরিজ নিয়ে নিষ্পৃহ ধোনি

চার বছর পর ভারত-পাক সিরিজ চালু হওয়ায় রীতিমত হৈচৈ পড়ে গেলেও এতটুকু আবেগে ভাসতে রাজি নন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

Updated By: Jul 17, 2012, 09:58 PM IST

চার বছর পর ভারত-পাক সিরিজ চালু হওয়ায় রীতিমত হৈচৈ পড়ে গেলেও এতটুকু আবেগে ভাসতে রাজি নন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর পাঁচটা সিরিজের মতই তাঁরা পাকিস্তান সিরিজকে দেখছেন। কয়েকদিন আগে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে সেওয়াগের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। এই বিতর্কে জল ঢেলে দিয়েছেন স্বয়ং ধোনি। তিনি জানান ভাল দল হাতে না পেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারতেন না। ভারতে পাকিস্তান তিনটি একদিনের আন্তর্জাতিক ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। ভারত-পাক এই সিরিজ নিয়ে ক্রীড়ামহলে উত্সাহ থাকলেও ধোনি যথেষ্ট নীরব। পাকিস্তানের জায়গায় যদি অন্য কোনো দেশ সফরে আসতও ঠিক এভাবেই প্রতিক্রিয়া জানাতেন ভারত অধিনায়ক। বিশ্বকাপ জয় অতীত, তাই ভবিষ্যতের সিরিজগুলোর দিকে মনোনিবেশ করা উচিত বলে তিনি মনে করেন। যেগুলোর মধ্যে পাকিস্তানের ভারত সফর অন্যতম বলে মনে করেন ভারত অধিনায়ক।

.