অলিম্পিকে ভারতের পতাকাবাহক সুশীল কুমার
অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বাহক হবেন সুশীল কুমার। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি বিজয় কুমার একথা জানিয়েছেন। গত অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন সুশীল কুমার।
অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বাহক হবেন সুশীল কুমার। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি বিজয় কুমার একথা জানিয়েছেন। গত অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন সুশীল কুমার।
অলিম্পিকে পদকজয়ী চারজন ক্রীড়াবিদের নাম প্রথমে বেছে নেওয়া হয়েছিল। তাঁরা হলেন লিয়েন্ডার পেজ, অভিনব বিন্দ্রা, বিজেন্দ্র সিং এবং সুশীল কুমার। এঁদের মধ্যে লিয়েন্ডার পেজ আগেই অলিম্পিকে দেশের পতাকা বাহক হয়েছেন। অভিনব বিন্দ্রা এবং বিজেন্দ্র সিংয়ের ইভেন্ট রয়েছে টুর্নামেন্টের একেবারে শুরুতেই। সেখানে সুশীল কুমারের ইভেন্ট অনেক পরে। সেকারণেই পতাকাবাহক হিসেবে বেছে নেওয়া হয়েছে সুশীল কুমারের নাম। অলিম্পিকের উদ্বোধনীর সময় যদিও প্রশিক্ষণ নিতে বেলারুশে থাকবেন সুশীল। বেলারুশ থেকে তাঁকে লন্ডন নিয়ে যাওয়া হবে শুধু পতাকাবহনের জন্য।