মুস্তাফিজুরের সঙ্গে ধাক্কাধাক্কির মাসুল, কাটা গেল ধোনির ম্যাচ ফি-র ৭৫%

বাংলাদেশের কাছে প্রথম একদিনের ম্যাচে দলের শোচনীয় পরাজইয়েই বোধহয় আটকে থাকছে না মহেন্দ্র সিং ধোনির দুঃসময়। ম্যাচ চলাকালীন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে এমনিতেই কম সমালোচনার মুখে পড়েননি মাহি। এবার সেই কারণেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সমনের মুখে পড়তে হল ভারতীয় অধিনায়ককে। কাটা গেল ম্যাচ ফির ৭৫%। তবে অবশ্য বাদ যাননি মুস্তাফিজুর। তাঁরও গচ্চা গেল প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচের ফির ৫০% ।

Updated By: Jun 19, 2015, 04:40 PM IST
 মুস্তাফিজুরের সঙ্গে ধাক্কাধাক্কির মাসুল, কাটা গেল ধোনির ম্যাচ ফি-র ৭৫%
Photo courtesy: Star sports

ওয়েব ডেস্ক: বাংলাদেশের কাছে প্রথম একদিনের ম্যাচে দলের শোচনীয় পরাজইয়েই বোধহয় আটকে থাকছে না মহেন্দ্র সিং ধোনির দুঃসময়। ম্যাচ চলাকালীন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে এমনিতেই কম সমালোচনার মুখে পড়েননি মাহি। এবার সেই কারণেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সমনের মুখে পড়তে হল ভারতীয় অধিনায়ককে। কাটা গেল ম্যাচ ফির ৭৫%। তবে অবশ্য বাদ যাননি মুস্তাফিজুর। তাঁরও গচ্চা গেল প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচের ফির ৫০% ।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য মুস্তাফিজুরকেও ডেকে পাঠিয়েছিলেন পাইক্রফট।

গতকাল ভারতের ইনিংসের ২৫তম ওভারে ঝামেলার জন্ম। রান নেওয়ার সময় ধোনি আবিষ্কার করেন তাঁর পথ আটকে দাঁড়িয়ে আছেন মুস্তাফিজুর। রান নেওয়ার তাগিদে বাংলাদেশের নবাগত পেসারকে ঠেকে সরিয়ে দেন ধোনি।

এই ধাক্কাধাক্কিতে আঘাত পান মুস্তাফিজুর। নিজের স্পেল শেষ না করেই সাময়িকভাবে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।

 আজ শুনানির সময় ধোনির সঙ্গেই উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার প্রশাসনিক ম্যানেজার  বিশ্বরূপ দে। মুস্তাফিজুরের সঙ্গেও ছিলেন বাংলাদেশের বিশ্বরূপ দের কাউন্টার পার্ট। আশঙ্কা ছিল অপরাধ রূপে গোঁতাকে লেভেল-টু-চার্জে ফেলা হলে বহিষ্কৃত হতে পারেন মাহি। তবে টিম ইন্ডিয়াতে খানিক স্বস্তি দিয়ে শুধু ফাইন (লেভেন ওয়ান) দিয়েই রক্ষা পেলেন ধোনি।  

 

 

.