বন্যার ভয়াবহতায় ভারাক্রান্ত অশ্বিন, মুরলিরা, ত্রাণ তহবিলে ৭৫ লক্ষ টাকা দান করলেন ধোনি
Updated By: Dec 6, 2015, 05:55 PM IST
ব্যুরো: প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত চেন্নাই। নিজের শহরের এই ভয়াবহতায় ভারাক্রান্ত অশ্বিন, মুরলিরা। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হওয়ার বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গলি থেকে রাজপথ। রাস্তা থেকে বিমানবন্দর। যেদিকে চোখ যায় শুধু জল আর জল। রেকর্ড বৃষ্টির জেরে বন্যার কবলে গোটা তামিলনাড়ু। বানভাসি রাজ্যে বিপন্ন মানুষ। বন্যার কবলে পড়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় দুশোজন মানুষ। বন্যায় নিজের রাজ্যকে তছনছ হতে দেখে বিমর্ষ রবিচন্দ্রন অশ্বিন এবং মুরলি বিজয়। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্থ অশ্বিনরা। সিরিজ শেষ হওয়ার পর বন্যা দুর্গতের পাশে দাঁড়াতে চান এই দুই ভারতীয় ক্রিকেটার।
এদিকে বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পঁচাত্তর লক্ষ টাকা দান করেছেন মহেন্দ্র সিং ধোনি।