ধোনির ৯২ রানে ভর করে ভারত তুলল ২৪৭

Updated By: Oct 14, 2015, 05:45 PM IST
ধোনির  ৯২ রানে ভর করে ভারত তুলল ২৪৭

ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি কেন ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন, মহেন্দ্র সিং ধোনি কীভাবে দু-দুটো বিশ্বকাপ জিতলেন, মাঝের কয়েক দিনের ব্যর্থতায় ভুলে গিয়েছিলেন যাঁরা, তাঁদেরকে ব্যাটেই জবাবটা দিলেন ক্যাপ্টেন কুল। ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কোনও ধোনি ধামাকা দেখা যায়নি। কিন্তু যেটা দেখা গেল, সেটা ক্যাপ্টেনস নক। কী হল ম্যাচের প্রথম অর্ধে, দেখে নিন এক ঝলকে

১) টস জিতেছিলেন ধোনি।

২) ভারত প্রথমে ব্যাট করে তুলেছে ৫০ ওভারে ২৪৭/৯

৩) মাত্র ১২৪ রানেই ৬ উইকেট পড়ে গিয়েছিল ভারতের।

৪) ত্রাতা সেই ধোনিই। নট আউট থাকলেন ৮৬ বলে ৯২ রান করে।

৫) রোহিত শর্মা মাত্র ৩ রান করলেন।

৬) রাহানে করেন ৬৩ বলে ৫১ রান।

৭) শিখর ধাওয়ান ২৩, কোহিল ১২, রায়না ০, অক্ষর প্যাটেল ১৩, ভুবি ১৪, হরভজন ২২ বলে ২২ রান করেন।

৮) ডেল স্টেন দক্ষিণ  আফ্রিকার হয়ে সবথেকে বেশি ৩ উইকেট নিয়েছেন।

.