মাদারওয়েল এফসি ছেড়ে দেশী ক্লাবে ধীরজ

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের পর থেকেই তাঁর নাম মুখে মুখে ঘোরে।

Updated By: Jun 3, 2018, 01:38 PM IST
মাদারওয়েল এফসি ছেড়ে দেশী ক্লাবে ধীরজ

নিজস্ব প্রতিনিধি : অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের পর থেকেই তাঁর নাম মুখে মুখে ঘোরে। সুব্রত পাল, করনজিত্ সিংদের মতো দেশের প্রথম সারির গোলকিপারদের থেকেও তাঁকে এগিয়ে রেখেছিলেন কেউ কেউ। বলা হয়েছিল, বিরল প্রতিভা। ভারতীয় অনূর্ধ্ব ১৭ দলের গোলকিপার ধীরজ সিং পরের আইএসএলের জন্য কেরল ব্লাস্টার্সে সই করলেন। 

আরও পড়ুন- আফগানিস্তানের বিরুদ্ধে ঋদ্ধিমানের বদলি কে? জানাল বিসিসিআই

স্কটিশ ক্লাব মাদারওয়েল এফসিতে প্র্যাকটিসের সুযোগ পেয়েছিলেন ধীরজ। এদেশের ফুটবলমহল ধরেই নিয়েছিল, ভারতের কোনও ক্লাবের হয়ে আর খেলতে দেখা যাবে না তাঁকে। তবে ধীরজ বলছেন, 'বেশ কিছুদিন মাদাওয়েল এফসিতে প্র্যাকটিস করলাম। অনেক কিছু শিখেছি। তবে কেরল ব্লাস্টার্সে ডেভিড জেমসের তত্ত্বাবধানে প্র্যাকটিস করতে পারব ভেবে ভাল লাগছে। আর কেরলের সমর্থকদের কথা তো আলাদা করে বলতে হয় না।' গত বছর ডিসেম্বরে ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই মাদারওয়েল এফসিত যোগ দিতে গিয়েছিলেন ধীরজ। কিন্তু ওয়ার্ক পারমিট না পাওয়ায় শেষমেশ তাঁকে দেশে ফিরতে হয়। মাদারওয়েল এফসি তাঁকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করতে চেয়েছিল। সেই মতো স্কটিশ ক্লাবের হয়ে ট্রেনিংও শুরু করেছিলেন ধীরজ। 

আরও পড়ুন- ধোনির বাড়িতে অতিথি, দেখে নিন কে

.