আফগানিস্তানের বিরুদ্ধে ঋদ্ধিমানের বদলি কে? জানাল বিসিসিআই

বিসিসিআই সূত্রের খবর, আরও পাঁচ-ছয় সপ্তাহ লাগবে তাঁর পুরোপুরি সেরে উঠতে।

Updated By: Jun 2, 2018, 05:13 PM IST
আফগানিস্তানের বিরুদ্ধে ঋদ্ধিমানের বদলি কে? জানাল বিসিসিআই

নিজস্ব প্রতিনিধি : আশঙ্কা ছিল, ঋদ্ধিমান সাহা আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলতে পারবেন না। তিনি নিজেও এই ব্যাপারে অনিশ্চিত বলে জানিয়েছিলেন দিনকয়েক আগে। তবে সরকারী ঘোষণার অপেক্ষা ছিল। শনিবার বিসিসিআইয়ের তরফে জানানো হল, ঋদ্ধিমান সাহার বদলে দীনেশ কার্তিক আফগানিস্তান বিরুদ্ধে টেস্টে খেলবেন। ১৪ জুন বেঙ্গালুরুতে ভারত-আফগানিস্তান ম্যাচ।

আরও পড়ুন- আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলাম, স্বীকারোক্তি আরবাজের

ইডেনে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে খেলার সময় আঙুলে চোট পান ঋদ্ধি। আপাতত বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন বাংলার এই কিপার। সামনেই ইংল্যান্ড সফর। ভারতীয় বোর্ড তাই ওই সিরিজের আগে ঋদ্ধিমানকে ফিট করে তুলতে চাইছে। বিসিসিআই সূত্রের খবর, আরও পাঁচ-ছয় সপ্তাহ লাগবে তাঁর পুরোপুরি সেরে উঠতে।

আরও পড়ুন- ধোনির বাড়িতে অতিথি, দেখে নিন কে

২০০৪-এ দীনেশ কার্তিকের টেস্ট অভিষেক হলেও জাতীয় দলের হয়ে তিনি তেমন একটা খেলার সুযোগ পাননি। তবে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালে দারুন পারফরম্যান্স করার জন্য বিসিসিআই তাঁর কথা আলাদা করে ভাবছিল বলে খবর। ফলে বলা যেতে পারে, নিদাহাস ট্রফিতে ওরকম একটা পারফরম্যান্সের পুরস্কার পেলেন কার্তিক। 

.