বাংলাদেশ ক্রিকেট দলের পাক সফরে হাইকোর্টের স্থগিতাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে ৪ সপ্তাহের স্থগিতাদেশ দিল ঢাকা হাইকোর্ট। হাইকোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তিত হওয়া সত্ত্বেও কেন পাক সফরে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই ব্যাপারে বিসিবি`র কাছে কৈফিয়ত তলব করেছে হাইকোর্ট।

Updated By: Apr 19, 2012, 11:35 PM IST

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে ৪ সপ্তাহের স্থগিতাদেশ দিল ঢাকা হাইকোর্ট। হাইকোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তিত হওয়া সত্ত্বেও কেন পাক সফরে দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই ব্যাপারে বিসিবি`র কাছে কৈফিয়ত তলব করেছে হাইকোর্ট।
বাংলাদেশ বোর্ডকে জবাব দেওয়ার জন্য ৪ সপ্তাহের সময় দিয়েছে আদালত। বাংলাদেশের আদালতের এই নির্দেশে হতাশ পাক বোর্ড। প্রসঙ্গত, বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে আগেই জটিলতা তৈরি হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন কিছু না জানানোয় এই সমস্যা তৈরি হয়েছিল। কারণ, লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর জঙ্গি নাশকতার পর থেকেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। পরবর্তি সময় পাক সফরে কোনও দল গেলে নিরাপত্তার বিষয়টি আইসিসিকে আগাম জানানো বাধ্যতামূলক।

.