কোলাসোর বিদায় ম্যাচে সমতায় ফিরে ডার্বি ড্র ইস্টবেঙ্গলের

Updated By: Feb 17, 2015, 09:40 PM IST

মোহনবাগান (১) ইস্টবেঙ্গল (১)

ওয়েব ডেস্ক: ড্র হয়ে গেল আই লিগের প্রথম বড় ম্যাচ। এক-এক গোলে শেষ হল ইস্টবেঙ্গল- মোহনবাগান ম্যাচ। দুটি গোলই হয় প্রথামর্ধে। মোহনবাগানের হয়ে গোল করেন পিয়েরে বোয়া। ইস্টবেঙ্গলের গোলদাতা র‍্যান্টি মার্টিন্স।  

ডার্বিতে অভিষেক হয়েছিল। আর ডার্বি ম্যাচ দিয়েই ইস্টবেঙ্গলকে বিদায় জানালেন আর্মান্দো কোলাসো। মঙ্গলবারের বড়ম্যাচের পরই লাল-হলুদের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গোয়ান কোচ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্টবেঙ্গল থেকে সরে দাঁড়ালেন কোলাসো। কয়েকদিন আগেই কোলাসোর বিদায় নিশ্চিত হয়ে গেছিল।

যে ডার্বিতে কোচ হিসাবে কোলাসোর অভিষেক হয়েছিল তাতে ম্যাচের সেরা হয়েছিলেন লালরিনডিকা, শেষ ম্যাচেও সেই লালরানডিকায় ম্যাচের সেরা হলেন।

কোলাসোর জায়গায় এলকোর কোচ হওয়াও চূড়ান্ত হয়ে যায়। মঙ্গলবার সকালেই কলকাতায় চলে আসেন ইস্টবেঙ্গলের নতুন কোচ। চিত্রনাট্য মেনেই কলকাতায় তাঁর প্রথম ইনিংস শেষ করলেন আর্মান্দো কোলাসো।

.