কাঁধের চোটের জন্য ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন জোকোভিচ

চতুর্থ রাউণ্ডের ম্যাচে স্ট্যান ওয়াওরিংকার বিরুদ্ধে তৃতীয় সেটে কাঁধের ব্যথায় ম্যাচ ছেড়ে দেন তিনি।

Updated By: Sep 2, 2019, 12:00 PM IST
কাঁধের চোটের জন্য ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন জোকোভিচ

নিজস্ব প্রতিবেদন: কাঁধের চোট ভোগাচ্ছিল তাঁকে। শেষমেশ চতুর্থ রাউণ্ডের ম্যাচে স্ট্যান ওয়াওরিংকার বিরুদ্ধে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন জোকোভিচ। এ দিনের ম্যাচে ওয়াওরিংকার বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় সেটে ৬-৪ এবং ৭-৫ ব্যাবধান পিছিয়ে পড়েছিলেন জোকার। তৃতীয় সেটে কাঁধের ব্যথায় ম্যাচ ছেড়ে দেন তিনি। তবে এই ম্যাচ জিতে সে ভাবে খুশি হতে পারছেন না ওয়াওরিংকাও।

এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে রয়েছেন সার্বিয়ার টেনিস তারকা জোকোভিচ। শেষ ৩৭টি ম্যাচের মধ্যে ৩৬টিতেই জিতেছেন তিনি। শেষ পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে চারটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৩২ বছর বয়সি এই সার্বিয়ান টেনিস তারকার এ ভাবে ছিটকে যাওয়ায় ইউএস ওপেনের প্রতিযোগিতার ঝাঁজ অনেকটাই কমে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন! "মানুষের খেয়ে দেয়ে কোনও কাজ নেই", বিস্ফোরক গাভাসকর

এ দিকে ইউএস ওপেনের অন্য একটি ম্যাচে দাভিদ গাঁফোকে ৬-২, ৬-২ আর ৬-০ সেটে উড়িয়ে দিয়ে ১৩ বার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার আন্দ্রে আগাসির রেকর্ডকে ছুঁলেন রজার ফেডেরার। মহিলাদের ইউএস ওপেনের ম্যাচে করোলিকা প্রিসকোভাকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামসও।

.