দেবব্রতর ত্রিশতরান

সিএবি লিগে ত্রিশতরান করলেন মোহনবাগানের দেবব্রত দাস। ভূকৈলাসের বিরুদ্ধে তিনশো পনেরো রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সিএবি লিগে দেবব্রত-র ইনিংসকেই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস হিসাবে ধরা হচ্ছে। একশো চুয়ান্ন বলে অপরাজিত তিনশো পনেরো রানের ইনিংস খেলেন দেবব্রত। ত্রিশতরানের পথে আঠেরোটি চার আর আটাশটি ছয় মারেন মোহনবাগানের এই ক্রিকেটার।

Updated By: Dec 25, 2016, 09:51 AM IST
দেবব্রতর ত্রিশতরান

ওয়েব ডেস্ক: সিএবি লিগে ত্রিশতরান করলেন মোহনবাগানের দেবব্রত দাস। ভূকৈলাসের বিরুদ্ধে তিনশো পনেরো রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সিএবি লিগে দেবব্রত-র ইনিংসকেই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস হিসাবে ধরা হচ্ছে। একশো চুয়ান্ন বলে অপরাজিত তিনশো পনেরো রানের ইনিংস খেলেন দেবব্রত। ত্রিশতরানের পথে আঠেরোটি চার আর আটাশটি ছয় মারেন মোহনবাগানের এই ক্রিকেটার।

 

দেবব্রত দাস আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। আইপিএল চ্যাম্পিয়ন নাইট রাইডার্সের সদস্যও ছিলেন বাংলার এই তারকা ব্যাটসম্যান। পড়ুন বিস্তারিত- দলের ৯ জন ব্যাটসম্যানই শূন্য রানে আউট, এক জন খাতাই খোলেননি, দলের স্কোর ১৬৯

.