DC vs UPW | WPL 2023: একপেশে খেলে দিল্লি উড়িয়ে দিল উত্তরপ্রদেশকে

DC vs UPW, WPL 2023 Highlights: Delhi Capitals beat UP Warriorz by 42 runs: ডব্লিউপিএল দেখল আরও একটি একপেশে ম্যাচ। দাপুটে পারফর্ম করে দিল্লি উড়িয়ে দিল উত্তরপ্রদেশকে।  

Updated By: Mar 8, 2023, 12:06 AM IST
 DC vs UPW | WPL 2023: একপেশে খেলে দিল্লি উড়িয়ে দিল উত্তরপ্রদেশকে
দিল্লির জয়ের দুই কারিগর-ল্যানিং ও জোনাসেন। ছবি-দিল্লি ক্যাপিটালস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উইমেন'স প্রিমিয়র লিগের (Women's Premier League, WPL 2023) পঞ্চম ম্যাচে মঙ্গলবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল (Dr DY Patil Sports Academy, Mumbai) স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস-ইউপি ওয়ারিয়র্স (Delhi Capitals vs UP Warriorz)। ডব্লিউপিএল দেখল আরও একটি  একপেশে ম্যাচ। এদিন টস হেরে মেগ ল্যানিংয়ের (Meg Lanning) দিল্লি (DC) প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২১১ রান তোলে। জবাবে অ্যালিসা হিলির (Alyssa Healy) দল ১৬৯/৫ শেষ হয়ে যায়। দিল্লি ৪২ রানে হেসে খেলে ম্যাচ বার করে নেয়। প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েছিল দিল্লি। এবার হারাল উত্তরপ্রদেশকে। ব্যাক-টু-ব্যাক জয় পেল তারা। অন্যদিকে প্রথম ম্যাচে উত্তরপ্রদেশ জিতেছিল গুজরাতের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে হেরে গেল তারা। 

আরও পড়ুনBGT 2023 | Rahul Dravid: পিচ বিতর্ক নিয়ে মুখ খুললেন দ্রাবিড়! ঠুকে নয়, একেবারে চালিয়েই খেলেলেন

এদিন দিল্লির দু'শোর ওপর রানের নেপথ্যে রয়েছেন তিন কারিগর- ক্যাপ্টেন ল্যানিং (৪২ বলে ৭০) ও ছয়ে নামা জেস জোনাসেন (২০ বলে অপরাজিত ৪২) দিল্লির হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন। চারে নামা জেমাইমা রডরিগেজ ঝলসে উঠেছিলেন। ২২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন ভারতের মেয়ে। দিল্লির রান তাড়া করতে নেমেছিলেন ক্যাপ্টেন অ্যালিসা ও শ্বেতা শেহরাওয়াত। ৩১ রানের মধ্যেই ফিরে যান তাঁরা। গত ম্যাচে হাফ সেঞ্চুরি করা কিরণ নভগিরেও এদিন মাত্র ২ রানে আউট হয়ে যান। এরপর চারে নেমে তাহিলা ম্যাকগ্রা ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন। ৫০ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। কিন্তু তাহিলা সেভাবে পাশে কাউকে পাননি। এদিন ব্যাট হাতে কামাল করার পর বল হাতেও দারুণ পারফরম্যান্স করেন জোনাসেন। তিন উইকেট পান তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.