ভারতে ফুটবলের জন্য আসছেন জেমস বন্ডের অভিনেতা ড্যানিয়েল ক্রেগ!

ওয়েব ডেস্ক: জেমস বন্ড সিরিজের অন্যতম অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। বিশ্বজুড়ে 'বন্ড' নামেই খ্যাতি পেয়েছেন তিনি। সম্প্রতি ভারতে আসছেন বন্ড। তবে ঘুরতে বা কোনও ছবির শুটিংয়ে নয়। আগামী জুন মাসের ১১ তারিখে দিল্লিতে বলিউডের তারকা এবং রাজনীতিকদের নিয়ে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা। সেখানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যানিয়েল।

বলিউডের সেই ফুটবল টিমে থাকার কথা রণবীর কাপুর, অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, দিনো মোরিয়া, আদিত্য রায় কাপুররা। রাজনীতিকদের মধ্যে বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারিরও খেলার কথা। ওই দিন মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন।

English Title: 
daniel craig coming in india
News Source: 
Home Title: 

ভারতে ফুটবলের জন্য আসছেন জেমস বন্ডের অভিনেতা ড্যানিয়েল ক্রেগ!

ভারতে ফুটবলের জন্য আসছেন জেমস বন্ডের অভিনেতা ড্যানিয়েল ক্রেগ!
Yes
Is Blog?: 
No
Section: