কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে পঞ্চম সোনা

কমনওয়েলথ গেমসে ফের সোনা জিতল ভারত। এই নিয়ে মোট পাঁচটি স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে। ৬৯ কেজি বিভাগে  মেয়েদের ভারোত্তলন বিভাগে সোনা জিতলেন পুনম যাদব।

Updated By: Apr 8, 2018, 09:11 AM IST
কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে পঞ্চম সোনা

নিজস্ব প্রতিবেদন : কমনওয়েলথ গেমসে ফের সোনা জিতল ভারত। এই নিয়ে মোট পাঁচটি স্বর্ণপদক এল ভারতের ঝুলিতে। ৬৯ কেজি বিভাগে  মেয়েদের ভারোত্তলন বিভাগে সোনা জিতলেন পুনম যাদব।

আরও পড়ুন, ভারোত্তলক ভেঙ্কটের হাত ধরেই কমনওয়েলথে ভারতের চতুর্থ সোনা এল

ভারত্তোলনে আরও বেশ কয়েকটি স্বর্ণপদক আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে মোট পাঁচটি সোনা, একটি রুপো একটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক নিয়ে চার নম্বরে রয়েছে ভারত। ৫৭টি পদক নিয়ে তালিকা শীর্ষে রয়েছে অষ্ট্রেলিয়া।

আরও পড়ুন, কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ভারতের তৃতীয় সোনা সতীশের হাত ধরে

উল্লেখ্য, শনিবারই কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে আসে দুটি  সোনা। দুটি সোনাই এসেছে  ভারোত্তলোনে।  পুরুষদের ৭৭ কেজি বিভাগে  সতীশ সিভালিঙ্গম এবং ৮৫ কেজি বিভাগে আর ভি রাহুল সোনা জেতেন।

.