শাস্তির মুখে পড়তে পারে ক্রোয়েশিয়া
শাস্তির মুখে পড়তে পারে ক্রোয়েশিয়া। শুক্রবার রাতে ক্রোয়েশিয়া বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচে মাঠেই আগুনের গোলা ছোঁড়া হয় ক্রোয়েশিয়া গ্যালারি থেকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উয়েফা। আরও একবার ক্রোয়েশিয়াকে বিপদে ফেলে দিলেন সে দেশের সমর্থকরা। শুক্রবার রাতে ক্রোয়েশিয়া বনাম চেক প্রজাতন্ত্রের মধ্যে ম্যাচে মাঠে আগুনের গোলা ছোড়ার ঘটনায় তদন্ত শুরু করল UEFA। রেফারির রিপোর্ট পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। ম্যাচের শেষদিকে ক্রোয়েশিয়ার এক অংশ সমর্থক মাঠে বাজি ছোড়ে। যার জেরে ম্যাচ বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। একটা সময় খেলা বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিলেন রেফারিরা।
ওয়েব ডেস্ক: শাস্তির মুখে পড়তে পারে ক্রোয়েশিয়া। শুক্রবার রাতে ক্রোয়েশিয়া বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচে মাঠেই আগুনের গোলা ছোঁড়া হয় ক্রোয়েশিয়া গ্যালারি থেকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উয়েফা। আরও একবার ক্রোয়েশিয়াকে বিপদে ফেলে দিলেন সে দেশের সমর্থকরা। শুক্রবার রাতে ক্রোয়েশিয়া বনাম চেক প্রজাতন্ত্রের মধ্যে ম্যাচে মাঠে আগুনের গোলা ছোড়ার ঘটনায় তদন্ত শুরু করল UEFA। রেফারির রিপোর্ট পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। ম্যাচের শেষদিকে ক্রোয়েশিয়ার এক অংশ সমর্থক মাঠে বাজি ছোড়ে। যার জেরে ম্যাচ বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। একটা সময় খেলা বন্ধ করে দেওয়ার কথা ভেবেছিলেন রেফারিরা।
তবে শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়। মাঠে অন্তত পনেরোটা বাজির গোলা ছোড়া হয়। অতীতেও বারবার সমর্থকরা সমস্যা তৈরি করায় শাস্তি পেতে হয়েছে ক্রোয়েশিয়াকে। ইউরোর মতো টুর্নামেন্টেও একই ঘটনা ঘটায় বড় জরিমানা অপেক্ষা করে রয়েছে র্যাকিটিচ, মদ্রিডদের দেশের জন্য। গোটা ঘটনার জন্য সেই সমর্থকদের সমালোচনা করেছেন ক্রোয়েশিয়ার কোচ। মাঠে বাজি ছোড়ার ঘটনা ফলে তাদেরকে টুর্নামেন্ট থেকে বার করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার র্যাকিটিচ।