Cristiano Ronaldo In India: ভারতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! প্রতিপক্ষ আইএসএল টিম

Cristiano Ronaldo In India: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসতে পারেন ভারতে। জোরাল হচ্ছে সম্ভাবনা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে আল নাসের। ফলে দলের মহারথীকে দেখা যেতে পারে ভারতের কোনও স্টেডিয়ামেই খেলতে। ফ্যানদের স্বপ্ন দেখার শুরু।  

Updated By: Jan 6, 2023, 04:04 PM IST
Cristiano Ronaldo In India: ভারতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! প্রতিপক্ষ আইএসএল টিম
রোনাল্ডো আসছেন ভারতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেলে-মারাদোনা ও মেসির মতো কিংবদন্তি ফুটবলারদের পা পড়েছে ভারতে। তবে এখনও পর্যন্ত পর্তুগিজ জাদুকর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কখনও আসেননি এই দেশে। ইউরোপ ছেড়ে রোনাল্ডো এখন এশিয়ান ফুটবলে। সিআরসেভেন (CR7) আল নাসেরে (Al-Nassr) যোগ দেওয়ার সঙ্গেই তাঁর ভারতে খেলার সম্ভাবনা আরও জোরাল হচ্ছে। কারণ রোনাল্ডো এবার অংশ নেবেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League 2023-24)। এশিয়া মহাদেশের যা শ্রেষ্ঠ প্রতিযোগিতা। রোনাল্ডো ভারতে আসতে পারেন ভেবেই রোনাল্ডোর ভারতীয় অনুগামীরা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন এখনই।

আল-হিলাল ইতিমধ্যেই সৌদি আরবের প্রথম ক্লাব হিসাবে সবার ওপরে রয়েছে। ২০২১-২২ মরসুমে তারা সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হয়েছে। বাকি দুই আসন রয়েছে চলতি মরসুমের এসপিএল ও ঘরোয়া কাপ চ্যাম্পিয়ন দলের জন্য়। আল ফায়হা ইতিমধ্যেই ২০২২-২৩ মরসুমের ঘরোয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফ রাউন্ডে চলে গিয়েছে। রোনাল্ডোর আল নাসের যদি লিগ বা ঘরোয়া কাপ জিততে পারে, তাহলে তারা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেয়ে যাবে। এএফতি-র পশ্চিম জোনে রয়েছে। গ্রুপ পর্যায়ে আল নাসের খেলতে পারে আইএসএল-এর কোনও দলের সঙ্গে। সেক্ষেত্রে রোনাল্ডো আসবেন ভারতে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের জন্য় প্লে-অফ খেলা হবে ২০২১-২২ ও ২০২২-২৩ মরসুমের আইএসএল লিগ শিল্ড জয়ী দলের বিরুদ্ধে। ২০২১-২২ মরসুমে আইএসএল লিগ শিল্ড জয়ী হয়েছে জামশেদপুর এফসি। তারা সরাসরি প্লে-অফে চলে গিয়েছে। 

আরও পড়ুন: Cristiano Ronaldo: প্রেমিকা জর্জিনাকে সৌদি আরব নিয়ে গিয়ে কোন আইন ভাঙলেন রোনাল্ডো? জেনে নিন

একেবারে ঢাক ঢোল পিটিয়ে রোনাল্ডোকেনিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব আল নাসের। তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা) চুক্তিতে,  সিআরসেভেন (CR7) ইউরোপের অধ্যায় শেষ করেছেন। এশিয়ান ফুটবলে পা রেখেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। গত মঙ্গলবার রাতে একেবারে রাজার মতো বরণ করে নেওয়া হয়েছে তাঁকে। তবে বিশ্বের সব চেয়ে ধনী ফুটবলার এবং স্পোর্টস মহারথীর লাইভ অ্যাকশনের অপেক্ষায় আল নাসেরের ফ্যানরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.